পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/১৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

©Ꮤ% দেবগণের মর্ত্যে আগমন ইঙ্গ। তোমার ধৰ্ম্ম তুমি রক্ষা কর, আমাদের অধৰ্ম্মই ভাল । চৈতন্তদাস চলিয়া গেলে দেবগণের এই সম্বন্ধে অনেক কথোপকথন হয়। প্রাতে সকলে কাম্যবন দেখিতে যান। তথায় সকলে উপস্থিত হইলে বরুণ কহিলেন “পিতামহ ! এই স্থানে রাজা যুধিষ্ঠির পাশা খেলায় সৰ্ব্বস্বাস্ত হওয়ার পর বাস করিয়াছিলেন । এই স্থানেই তাহার শ্ৰীকৃষ্ণের সহিত সাক্ষাৎ হয়।” এই বলিয়া সকলে নন্দনবন দেখিতে চলিলেন । ব্ৰহ্মা । নন্দনবনে কি হইয়াছিল ? বরুণ। এই নন্দনবনে শ্ৰীকৃষ্ণ কংসের ভয়ে লুকায়িত ছিলেন। এখানে নন্দ যশোদার প্রতিমূৰ্ত্তি আছে। যে বেসালি হইতে শ্ৰীকৃষ্ণ ননী চুরি করিয়া থাইতেন, সেই বেসালি এবং তাহার মস্তকের চূড়া ও পীতধড়াও অস্তাপি বৰ্ত্তমান আছে। ইন্দ্র। ওদিকে ও দ্বীপের আকার কি ? বরুণ। ঐ গোকুল । গোকুলে শ্ৰীকৃষ্ণ, কংসের ভয়ে, লুক্কায়িত ছিলেন। ওখানে একটি-গৃহে তাহার বাল্যকালের খেলিবার দ্রব্যসামগ্ৰী, অপর গৃহে বসুদেব ও দেবকীর প্রতিমূৰ্ত্তি আছে। মুসলমানদিগের ভয়ে গোকুলনাথ ঐ স্থানে লুক্কায়িত থাকেন, বল্লভ আচাৰ্য্য বাহির করেন । সম্রাট আওরংজেবের সময়ে গোকুলনাথ পুনরায় ও স্থান হইতে পলাইয়াছেন, এক্ষণে কৃত্রিম প্রতিমূৰ্ত্তি আছে। ব্ৰহ্ম । বৃন্দাবনের স্থল বৃত্তান্ত সংক্ষেপে বল । বরুণ। বৃন্দাবনে সেবাদাসী সহ অনেক বাবাজী বাস করেন। স্কৃত এবং ময়দার এখানে বেশী আমদানী। এখানে প্রায় ছয় সাত হাজার ঘর ব্ৰজবাসী আছে। তন্মধ্যে দুই শত ঘর পাণ্ড। ব্ৰজবাসীরা মাটির ঘরে বাস করে। তাহাদের মধ্যে বিদ্যাশিক্ষার আলোচনা নাই। ব্ৰজবাসীদিগকে দোবে এবং মথুরাবাসীদিগকে চোবে কহে । ইহারা বড় নরম প্রকৃতির লোক। এখানে অনেক বাঙ্গালী আসিয়া বৈরাগী হয়ে বাস করিতেছে।