পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/১৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৃন্দাবন Gooት বঙ্গদেশের মহাবংশসভূত অনেক স্ত্রীলোককেও এখানে দেখিতে পাওয়া যায়। র্তাহারা পতিপুত্রবিহীন হইয়া সংসারমুখে জলাঞ্জলি দিয়া বৃন্দাবনে আসিয়া বাস করিতেছেন। অনেক দুশ্চরিত্র। রমণীও স্বদেশে লোকলজ্জার ভয়ে বৃন্দাবনে আসিয়া বসতি করে। সৰ্ব্বাঙ্গে হরিনামের ছাপ ইত্যাদিতে তাহাদের বেশ এত পরিবৰ্ত্তিত হইয়াছে যে, হঠাৎ দেখিলে চিনিতে পারা যায় না। যমুনার উপর দয়ানন্দ-ঠাকুরের বাড়ী আছে। এখানে অনেকগুলি,কুণ্ড আছে। যথা—রাধাকুও, শুামকুণ্ড, ললিতাকুণ্ড, ইত্যাদি । শুমকুণ্ডের সন্নিহিত পাহাড়ের যে - গুহায় বসিয়া কৃষ্ণদাস চৈতন্যচরিতামৃত লেখেন, তাহাও অদ্যাপি বর্তমান আছে। এখানে পাচটি বৃক্ষ আছে। ইহাদিগকে লোকে পঞ্চপাণ্ডব পাঁচ-ভ্রাতা কহে। বৃন্দাবনে অনেকগুলি কুঞ্জ আছে। ঘাত্রিগণ টাকা জমা দিলে এই সকল কুঞ্জে যাবজ্জীবন খাইতে পায় । ইহার পর দেবগণ একটি বাজারে যাইয়া দেখেন, খেলনার দোকানই অধিক। প্রত্যেক দোকানেই প্রায় রাধাকৃষ্ণের প্রতিমূৰ্ত্তি, নামাবলী, তিলকমাটি মালা ইত্যাদি বিক্রয় হইতেছে। নিকুঞ্জবন ইত্যাদির পটও বিস্তর বিক্রয় হইয়া থাকে । ব্ৰহ্ম প্রাতঃস্নান করিয়া গাত্রে দিবার জন্ত একখানি নামাবলী খরিদ করিলেন । বেলা একটার সময় দেবতার বাসায় আসিয়া দেখেন,চৈতন্তদাস বাবাজী তখনও শয্যা ছাড়িয়া উঠে নাই। সে খাটিয়াতে শয়ন করিয়াই আছে। সেবাদাসীরা ভিক্ষা করিয়া আসিয়া তাহাকে তুলিল এবং কেহ পদসেবা করিতে ও কেহ তৈল মাখাইতে লাগিল । কেহ বা তামাক সাজিয়া দিল এবং দুই একজন রাধিতে গেল। অল্প-ব্যঞ্জন প্রস্তুত হইলে সেবাদাসীরা তাহাকে আহার করাইয়া সেই পাতে প্রসাদ খাইতে লাগিল । চৈতন্তদাসের স্বথ দেখিয়া নারায়ণ মনে মনে স্থির করিলেন, আর স্বর্গে মাইবেন না,ভেক লইয়া কতকগুলি সেবাদাসী রাথিবেন এবং অতঃপর বৃন্দাবনেই বাস করিবেন।