পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/১৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৃন্দাবন ᏩᎼ উপর রাগ করে যা কিছু আছে মর্ত্যলোকের কৃপণ ধনীদের বিতরণ করেছেন । - বরুণ। বা হোকৃ ভাই! সংসারধৰ্ম্ম ক’ৰ্বতে হ’লেই সকলপ্রকার মুখ দুঃখ সহ ক’ৰ্বতে হয় ; অতএব সে জন্ত তোমার অভিমান করা অন্তায় । এক্ষণে গাত্ৰোখান কর, ট্রেণ মিস হ’লে আর আগ্রায় যাওয়া হবে না। এই কথাতে নারায়ণ দীর্ঘনিশ্বাস পরিত্যাগ পূৰ্ব্বক ব্যাগ হস্তে লইয়া গাত্রোথন করিলেন এবং সকলে এক্কাযোগে বৃন্দাবন হইতে মথুরা ষ্টেশনে যাইয়া টুগুলার টিকিট লইয়া ট্রেণে উঠিলেন, ট্ৰেণ ছপাছপ শব্দে দ্রুতবেগে ছুটিতে লাগিল । ব্ৰহ্মা। বাঃ ! এ গাড়ীগুলি যেমন দেখতে সুন্দর, তেমনি পরিষ্কার পরিচ্ছন্ন এবং দ্রুতগামী । এ কোন দলের বরুণ ? বরুণ। ইষ্ট-ইণ্ডিয়া-কোম্পানী নামক এক দলের । ইহাদের লাইন অন্যান্ত দল অপেক্ষ অনেকু দুর বিস্তৃত এবং ইহাদের অধীনে অনেক লোকজনও খাটিতেছে ও কল-কারখানা চলিতেছে । দেবগণ গাড়ির চতুর্দিকে চাহিয়া দেখেন—বাঙ্গাল, ইংরাজী ও হিন্দি বড় বড় অক্ষরে লেখা রহিয়াছে—“প্রত্যেক বেঞ্চে পাচ জনের বেশী বসিতে পারিবে না ।” তদর্শনে তাহার কোম্পানীকে যথেষ্ট প্রশংসা করিতে লাগিলেন এবং মনে মনে ভাবিলেন, কলিকাতা পর্য্যন্ত আরামে . যাইতে পারিবেন। ক্রমে ট্রেণ টুগুলায় আসিয়া পহুছিল, দেবগণ অল্প সময় অগ্নায় থাকিলেন। র্তাহারা দেখিলেন এখানে কয়েকজন বাঙ্গালী-বাবু থাকায় রিডিংক্লাব প্রভৃতি প্রতিষ্ঠিত হইয়াছে। তাহারা অল্প সময়ের মধ্যে টুণ্ডলা দেখিয়া তথা হইতে ব্রাঞ্চ রেলে আগ্রায় চলিলেন।