পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/১৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আগ্রা. } \ులి ভোগের জন্ত রন্ধনাদি হয়, এবং ঐ প্রসাদ যাত্ৰাদিগকে আহার করিতে দেওয়া হইয়া থাকে। - দেবগণ কালীবাড়ীতে আদরের সহিত বাসস্থান পাইলেন। তাহার আহারাদি করিয়া অপরাহ্লে নগর ভ্রমণে বহির্গত হইয়া সৰ্ব্বপ্রথমে ফোটের ( কেল্লার ) নিকট উপস্থিত হইলেন । - বরুণ । দেখুন পিতামহ । ইহারই নাম আগ্রা ফোর্ট। কেল্লায় প্রবেশ করিবার এই যে দরজা দেখিতেছেন, ইহার নাম দৰ্শন-দরজা। এই দর্শন দরজা হইতে বেগমের মল্লযুদ্ধ ইত্যাদি দেখিতেন। ব্ৰহ্মা । দরজার খিলানগুলিতে বড়ই চমৎকার! বরুণ । ইহা প্রায় তিন হাজার বৎসরের, কিন্তু অদ্যাপি দেখিলে নুতন বোধ হয় । 密 সকলে প্রবেশ করিয়া দুর্গের মধ্যে, যাইতেছেন, এমন সময়ে ব্ৰহ্মা কহিলেন “বাঃ ! এমন চমৎকার গেট তো কোথাও দেখি নাই । ইহার খিলানও চমৎকার! এ গেটের নাম কি বরুণ ? বরুণ। ইহার নাম বোখরা-গেট । এক্ষণে ইহাকে “ওমরাও সিংক ফটক” কহে। ইন্দ্র। ভিতরে ত উত্তম উত্তম বাড়ী রহিয়াছে ! ও ছাদে কি হইত বরুণ ? বরুণ। উহা সম্রাটের নহবতখানা। ঐ স্থানে দিবসের প্রত্যেক সময়ে, প্রত্যেক মুরে নহবৎ বাজিত । নদীর দিকে ঐ যে শ্বেতপাথরের অসংখ্য খিলানবিশেষ স্থানটী দেখিতেছেন, উহার নাম দেওয়ানী খাস । ঐ স্থানে বসিয়া আকবর বাদস বঙ্গ বেহার ও কাশ্মীর আক্রমণের মতলব স্থির করিতেন। সাজাহান বাদস শেষ দশাতে ঐ স্থানেই কারারুদ্ধ থাকেন। ঐ স্থানে কাল মাৰ্ব্বেল প্রস্তরের একখানি সিংহাসন আছে। উহ ১২ ফুট চোড়া এবং দুই ফুট উচ্চ। ঐ সিংহাসনে বসিয়া আকবর’ বাদস গ্রীষ্মকালে বায়ু সেবন করিতেন। . . . . . . . .