পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/১৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఛీ দেবগণের মর্তে আগমন । কোথায়, অস্থাপি তাহ স্থির হয় নাই। কোন ব্যক্তি হত্যাপরাধে অপরাধ হইলে সম্রাটের তাহকে ঐ গহ্বরের মধ্যে নিক্ষেপ করিতেন।” ইহার পর দেবগণ বাসায় আসিয়া শয়ন করিলেন। শয়ন করিয়া তাহাদিগের সাংসারিক অনেক কথোপকথন হইতে লাগিল। ব্ৰক্ষা কহিলেন, "কৃষাণ বেটাকে খনাগুলো ক্ষেতে ছড়ায়ে দিতে ব’লে এসেছি— দেয় ত ভাল,—নচেৎ অনেক ক্ষতি হইবে । মর্ত্য হ’তে ফিরে গিয়ে চণ্ডীমণ্ডপখান উচু ক’রে ছাওয়াব মনে ক’রেছি, কিন্তু উলুর যে দর—কি করি কিছু স্থির করতে পাৰ্বদিনে।” তাহদের বাসার সন্নিকটে সেই দিন এক মুসলমানের বাড়ীতে বে ছিল, বাদ্যকরের সমস্ত রাত্রি এক ঘেয়ে বাজাইয়া দেবগণকে বড় বিরক্ত করিতে লাগিল । নারা । বেটার চুলির যত আবৃদার আমাদের কাছে। বে কি পুজার সময় নবাব-পুত্রদের তেল দেও, জলখাবার দেও, বকৃসিস দেও; কিন্তু ঢোলে আর কাঠি পড়ে না। জব্ব বেটার মুসলমানের কাছে। বাপু ! একঘেয়ে বাজিয়ে মাথা গরম ক’রে দিলে, ty পরদিন প্রাতে সকলে বিখ্যাত তাজমহল দেখিতে চলিলেন। নিকটে উপস্থিত হইয়া ব্ৰহ্মা কহিলেন “বরুণ ! এ কি ! আমার ইচ্ছা হচ্চে, চতুর্মুখ এবং অষ্টচক্ষু বাহির করিয়া কেবল দেখি।” ইন্দ্ৰ কহিলেন “আমারও ইচ্ছ।অাজ সহস্ৰ-লোচন বাহির করি, কিন্তু কি জানি পাছে নুতন জানোয়ার ভেবে চিড়িয়াখানায় আটক করে।” নারায়ণ কহিলেন “যে এই তাজ প্রস্তুত ক’রেছে, সে আমাদের বিশ্বকৰ্ম্মার বাবার বাবা ” - বরুণ। ইহার পাঁচটা চুড়া দেখুন কত উচ্চ। তাজ যমুনার উপর অবস্থিত। এ কারণ নৌকা হইতে দেখিতে বড় সুন্দর দেখায়। ইহার তুল্য উচ্চ মসজিদ পৃথিবীতে আর নাই। বাইশ হাজার লোক বাইশ বৎসরে ইহা নিৰ্ম্মাণ করে । আগ্রী তাজমহলের জন্ড বিখ্যাত ।