^&* দেবগণের মর্ত্যে আগমন ঐ সেতু আরম্ভ হইলে সম্রাটু সাজাহান ও তাহার কোন কোন পুত্রের মধ্যে যুদ্ধ আরম্ভ হয় । এ কারণ নিৰ্ম্মাণকাৰ্য্য স্থগিত থাকে। o ব্ৰহ্মা । প্রকৃত আগ্রা কোন স্থানের নাম ? ৰৱণ । “আগ্রা যমুনার উভয় তীরে অবস্থিত । আগ্রার চক বড় চমৎকার" বলিয়া সকলে চক দেখিতে চলিলেন। যাইবার পূৰ্ব্বে তাহার। “সিসমহল দিয়া ঘুরিয়া গেলেন। কাচ-নিৰ্ম্মিত প্রাসাদ দেখিয়া দেবগণ অবাকৃ হইলেন। চকে উপস্থিত হইয় তাহারা অসংখ্য মণি-মুক্তার দোকান এবং নানাপ্রকার দ্রব্যসামগ্ৰী দেখিয়া অত্যন্ত আহলাদিত হইলেন। দেবরাজ নিজ পৌত্রের বিবাহের সময় জুরুনীতে দিবেন বলিয়া পাঁচ টাকা মূল্যের প্রস্তরনিৰ্ম্মত একটি তাজমহল খরিদ করিলেন। ব্ৰহ্মার গুড়গুড়ির নলগুলি ইতিপূৰ্ব্বে বানরে নষ্ট করায় আগ্রাঙ্ক পুনরায় খরিদ করিলেন এবং পূজা করিবার সময় বসিবেন ভাবিয়া একখানি আসনও লইলেন । নারায়ণ কয়েকখানি সতরঞ্চ ও গালচে খরিদ করিয়া লইয়া সকলে ষ্টেশনের অভিমুখে-চলিলেন । বরুণ। - গ্রীষ্মকালে আগ্রায় অত্যন্ত গ্রীষ্ম হয়, এমন কি লু চলে। ইহা একটি জেলা ; এজন্ত এখানে কালেক্টরি, ফৌজদারী, জজ আদালত প্রভৃতি যাহা যাহা জেলাতে থাকা আবশু্যক, সকলই আছে। আগ্রার কলেজ বড় বিখ্যাত । এই কলেজ হইতে বৎসর বৎসর অনেক ছাত্র বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় উত্তীর্ণ হইয়া থাকে। দেবগণ ষ্টেশনে যাইয়া কানপুরের টিকিট লইয়া ট্রেণে উঠিলেন। ট্রেণ ছপা ছপ শব্দে যথাসময়ে কানপুরে পহুছাইয়া দিল । কানপুর ষ্টেশন হইতে বাহির হইয়া দেবগণ এক গাড়ী ভাড়া করিলেন এবং সকলে .তাহাতে আরোহণ করিয়া প্রশস্ত রাজবক্সের মধ্য দিয়া অসংখ্য
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/১৬৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।