পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/১৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭২ দেবগণের মর্ত্যে আগমন বরুণ। অনেকগুলি লোক প্রতিপালন হচ্চে সত্য ; কিন্তু অনেক ময়দা-বিক্রেতার অন্ন মারা গিয়েছে । ইন্দ্র। কেন ? , বরুণ। কলের ময়দা একে পরিষ্কার, তাহাতে সস্তা । ইন্দ্র । আমরা অতঃপর ক্রিয়া কৰ্ম্ম উপলক্ষে কলের ময়দা ব্যবহার করিব এবং স্বর্গেও ২১টি ময়দার কল বসাইব । এখান হইতে দেবতার হত্যাগৃহ, হত্যাকুপ দেখিতে চলিলেন। দ্বারের নিকট উপস্থিত হইলে পাহারাওয়ালা কহিল, “হিন্দুস্থানীর ভিতরে যাওয়া নিষেধ।” বরুণ। আমরা হিন্দুস্থানী নহি । নারা। বরুণ ! হিন্দুস্থানীরা যাইতে পায় না কেন ? বরুণ। হিন্দুস্থানীরাই ঐ ভয়ানক হত্যা করিয়াছিল। পাহা । আপনার ছাতা, ছড়ি, জুতা এই স্থানে রাখিয়া, ভিতরে প্রবেশ করুন ; কিন্তু সাবধান ! ঘাড় হেঁট করিয়া যাইবেন, গান করিবেন মা কিংবা শীশূ দিবেন না । দেবগণ গেটের নিকট ছাত প্রভৃতি রাখিয়া ভিতরে প্রবেশ করিলেন । যাইতে যাইতে ব্ৰহ্মা কহিলেন, “বরুণ ! দেখ আমাতে কি দুঃখের চিহ্ন প্রকাশ পাচ্চে !” বরুণ। স্থলবিশেষে যদি প্রকাশ পায় ক্ষতি নাই । সকলে ভিতরে প্রবেশ করিলে, বরুণ কহিলেন, “দেখুন পিতামহ । ঐ সেই ভয়ানক হত্যাগৃহ। ঐ গৃহে সেপাহীরা ২৬০ জন ইংরাজকে প্রহারে জর্জরিত করিয়া অৰ্দ্ধজীবিতাবস্থায় ঐ কুপে নিক্ষেপ করিয়াছিল। হত্যাকাণ্ডের পর গৃহে এক ইঞ্চি পরিমাণ রক্ত জমিয়াছিল। গৃহের প্রাচীর ইত্যাদিতে যে রক্তের দাগ দেখিতেছেন, উহা সেই সময়ের ; কিন্তু এমন যত্ন করিয়া রাখিয়াছে যে, দেখিলে বোধ হয় হত্যাকাও এই কতক্ষণ