Գ8 দেবগণের মর্ত্যে আগমন ইন্দ্র । আহা! এমন নিষ্ঠুর কাগুও করে । " নারা । সেপাহীদিগের দলের প্রধান ছিল কে ? অর্থাৎ কাহার অনুমতি অনুসারে তাহার কাজ করিত ? বরুণ। নানা সাহেব নামক এক ব্যক্তি কানপুরের সন্নিকটস্থ বিখুর নামক স্থানে বাস করিত। গবর্ণমেণ্ট তাহার পেনসন বন্ধ করায় অনেক দিন পর্য্যন্ত সে ইংরাজ জাতির উপর অসন্তুষ্ট থাকে। পরে সেপাহী-বিদ্রোহ আরম্ভ হইলে ইংরাজদিগকে জব্দ করিবার এই উপযুক্ত সময়—ভাবিয়া র্তাহাদের নিকটে যাইয়া কহে, আমাকে যদি গোলা গুলি ও বারুদ প্রদান করেন, বিদ্রোহানল নিৰ্ব্বাণ করিয়া দিতে পারি।” ইংরাজের তাহার কথায় বিশ্বাস করিয়া বারুদের গুদাম প্রদান করিলে তুরাত্মা কতক অগ্নি দ্বারা নষ্ট করিয়া অবশিষ্ট সেপাহীদিগকে দিয়া তাঙ্গাদের দলে প্রবেশপুৰ্ব্বক অজস্র ইংরাজদিগকে হত্যা করিতে লাগিল । ব্ৰহ্মা। পরিশেষে নানা সাহেব ও সেপাহীদিগের কি অবস্থা ঘটে? বরুণ । ইংরাজের সেপাহীদিগকে ধ’রে এনে ক্রমান্বয়ে তোপে উড়াইয়া দিতে থাকেন। নানা সাহেব এই গোলবোগের সময় একদিকে পলায়, অদ্যপি তাহাকে পাওয়া যায় নাই। নানা সাহেবের উপর ইংরাজদিগের এমনি ক্রোধ হয় যে, যুদ্ধের শাস্তির পরেও যে যাহাকে নানা সাহেব বলিয়া ধরিয়া আনিয়া দেয়—দেখা নাই শুনা নাই, তৎক্ষণাৎ তাহার প্রাণ যায়। যে কুপে ইংরাজদিগকে হত্যা করিয়া সেপাহীর নিক্ষেপ করে, কতকগুলি প্রতিমূৰ্ত্তিসহ ঐ দেখুন, সেই কৃপ বর্তমান । কুপট রাজপুরুষের যত্বের সহিত বাধাইয়া রাখিয়াছেন। নারা । আহা যত্বের সামগ্রী বটে ! ব্ৰহ্মা । আচ্ছ, ঐ অন্যায় হত্য কি নানা সাহেবর অভিমতে হইয়াছিল ? * বরুণ। আজ্ঞে হঁ্যা ! যে সমস্ত বাঙ্গালী এখানে বিষয় কৰ্ম্ম উপলক্ষে
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/১৭২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।