পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/১৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কানপুর ዓ® আসিয়া বাস করিতেছিল, নানা সাহেব তাহাদিগকে মেন্ধের দাস বলিয়া কাহারও নাক কাণ, কাহারও হাত পা কাটিয়া দিতে হুকুম দেয়। ইন্দ্র। আহা ! ও বেচারাদের প্রতি অত্যাচার কেন ? ওরা সাতেও নাই, পাচেও নাই, কেবল পেটের জন্ত দাসত্ব করে। বরুণ। যা ব’ল্পে সত্য ; কিন্তু অনেক ঝোক ওদেরই পোঙ্গতে হয়, কারণ এ দিকে ত অনেকের হাত কাণ গেল, আবার বাড়া গিয়ে দেখে কুটনো কুটে খাবার পথও বন্ধ হইয়াছে কারণ ইংরাজের ভবিষ্ণুৎ-বিদ্রোহভয়ে বাঙ্গালীর ঘরের অন্ত্র (খন্ত, কুর্ভুল, বঁটা ) কাড়িয়া লইতেছেন। ব্ৰহ্মা । এখানে ত আবার অনেক বাঙ্গালী এসে জুটেছে দেখচি । ওদের কি প্রাণের উপর দয়া মায়া নাই ? এ পোড় চাকরী আবার কেন ? এর চেয়ে দেশে ব’সে চাষ ক’রে খায় না কেন ? বরুণ। চাকরীর যে মধুর রস, তাহা বাঙ্গালীরাই আস্বাদন ক’রেছে । ওরা সে তাঁর আর ভুলবে না, ভুলতেও পারবে না । সেই জন্তই ব্যবসা বাণিজ্য ছেড়ে এত দূরদেশে আসিয়া মুনীবের পাদুকাঘাতে তৃপ্তিলাভ করিতেছে। আবার তাও বলি, ব্যবসা-বাণিজ্য করেই বা কি নিয়ে, দেশে আছে কি ? ইহার পর দেবতার কান্টন্‌মেণ্ট ব্যারাক, অসংখ্য বাগান ও বাঙ্গল এবং গবর্ণমেণ্টের আফিস আদালত সকল দেখিয়া বাজারে আসিয়া উপস্থিত হইলেন। তথায় নারায়ণ নিজের বিনাম জোড়াট ছিড়ে যাওয়ায় এক জোড়া জুতা খরিদ করিলেন এবং দেবরাজ একটি পোর্টমেণ্ট কিনির লইলেন । * ষ্টেশনে যাইয়া সকলে তামাক খাইতেছেন, এমন সময় এক জন কায়স্থ যাত্রী পদ্মযোনির হস্ত হইতে ছকা লইবার জন্ত হস্ত বাড়াইল । তাহা দেখিয়া ব্ৰহ্মা কহিলেন, “তুমি কি শুদ্র ?” কায়স্থ। আজ্ঞে, পাঁচ জনে জুটে আমাদিগকে শূদ্র করিয়াছিল, g S BBBBBB BBBB BBBB BD BBDD