অমরাবতী S) উঠে, তোমার বজে কি করিবে ? তুমি ইংরাজ জাতির কল-কৌশল দেখিলে না, শুনিলে না বলিয়াই গৰ্ব্ব কর এবং মনে ভাব তোমার অমরাবতীর অপেক্ষা সুন্দর স্থান আর নাই ; কিন্তু যদি একবার ইংরাজরাজধানী কলিকাতা দেখ, অমরাবতীতে আর আসিতেও চাহিবে না । এখানে তুমি সামান্ত সুন্দরী শচীকে পাইয়া ভুলিয়া আছ ; কিন্তু কলিকাতায় যাইয়। যদি আরমানি বিবি দেখ, হয়তো আর শচার প্রতি ফিরেও তাকাইবে না । এখানে তুমি সামান্ত বন নন্দন-কাননে যাইয়া অনেক রাত্রি পর্য্যন্ত বসিয়া থাক, কিন্তু কলিকাতায় যাইয়া যদি একদিন ইডেন গার্ডেনে প্রবেশ কর, তাহ’লে হয়তো আর ফিরে আসতে চাইবে না। তুমি স্বৰ্গীয় ধেনো মদকে সুধা বল, কিন্তু ইংরাজ রাজ্যে যাইয়া যদ্যপি সেরি, স্তম্পেন, ব্রাণ্ডি পান কর, হয়তো আর এ সুধা মুখেও ক’রূবে না। ইংরাজের তৈল-শলিতা-বিহীন লন্ঠনে আলো জালে। লৌহ-তারে খবর আনে। জলে কলে তরী চালায় । কুইনাইন নামক ঔষধে সদ্যঃ জর আরাম করে। ইংরাজকৃত কুইনাইনের শিশি সম্বল করিয়া কত শত গণ্ডমূর্থ ধন্বন্তরি হইয়া পথে পথে ডিসপেন্সরি খুলে বিরাজ করিতেছে। এক পাইপের সৃষ্টি ক’রে আমার মাথাটা একেবারে খেয়েছে। ইন্দ্র। পাইপ কি ? বরুণ । জলের কল। এই কল মাটির মধ্য দিয়া টানিয়া আনিয়া প্রজার বাড়া বাড়ী জল দিতেছে। লোকে যেখানে-সেখানে স্বেচ্ছামত নল বসাইয়। জল লইতেছে। বিদ্যুৎ ধরিয়া তত্ত্বারা তারে খবরাখবর পাঠাইতেছে, রাস্তায় আলো দিতেছে। উহার নাম বৈদ্যুতিক সংবাদ ও বৈদ্যুতিক আলো। যেরূপ দেখিতেছি, ক্রমে পবন ভায়ারও চাকুরি থাকে কি না থাকে। ইন্দ্র । বরুণ! তোমার মুখে ইংরাজ জাতির ও কলিকাতার স্বেরূপ মধ্যাতি শুনিলাম, তাহাতে আমার কলিকাতা দেখিতে বড় ইছু হইয়। বরুণ। বেশ তো চল না, তোমাকে ইংরাজকৃত বাল্পী পুকুটে
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/১৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।