দেবগণের মর্ভে আগমন । স্থলেব’কল দেখতে পাচ্চি; মাকে আমার পাছে কোন কলঘরেতে জুড়ে থাকে। ভগীরথের অন্যায় দেখ, গঙ্গাকে আমার পৃথিবীতে এনে দেশময় ছড়িয়ে রেখেচে, এ স্থানে রাখলেও খুঁজে পেতাম। : বরুণ। আপনার কোন ভয় নাই—যেখানে পারি গঙ্গার সহিত । :সাক্ষাৎ করিয়ে দিব । - -- - ব্ৰহ্মাকে ঘন ঘন মৃচ্ছ ফাইতে দেখিয়া বাঙ্গালী স্ত্রগুলাকের নিকটে ছুটির আসিল। একজন কহিল মিন্সে পাগল ।” অপর কছিল “ওলো ত: নয়, বয়েস হওয়ায় মিন্সের ভীমরুতি হয়েচে আর একজন কছিল “মিন্সে : নিঃসন্দেহ বাঙ্গল। বাঙ্গাল না হ’লে কি গঙ্গাখলে হাপুশ নয়নেকেঁদে মরে!” । দেবগণ ইহার পর জলে নামিলেন। তাছারা এক গলা জলে দাড়াইয়া , স্তাছেন, গঙ্গাপুত্র আর মন্ত্র পড়ায় না; কেবল দক্ষিণার জন্ত দর কসাঁকলি । কৰিতে লাগিল। শেষে নারায়ণ অত্যন্ত বিরক্ত হইয়া কহিলেন “দেখ, ' একটি করে আদল পাবে—ইচ্ছা হয় মন্ত্র পড়াও নচেৎ এই আমি ডুব : দিয়া ফেল্লাম।” বলিয়া ভূশ করে ডুব দিলেন। গঙ্গাপুত্র দেখিল, একটা : লোক হাতছাড়া হইল, অতএব বিলম্ব করা উচিত নহে, যা পাই তাই লাভ, ভাবিয়া মন্ত্র পড়াইতে লাগিল । - - . স্নান সমাপনস্তুে ইন্দ্ৰ কহিলেন “পিতামহ ! এ স্থানের নাম মণি- : কণিকা হইল কেন ? - . . . . ব্ৰহ্মা। এক সময় বিষ্ণু চক্র দ্বারা এক পুষ্করিণী খনন করিয়া তাহ নিজে গাত্রের স্বেদে পরিপূর্ণ করেন এবং তীরে বসিয়া পাঁচ-সহস্ৰ-বৎসর শিবের আরাধনা করিতে থাকেন। নারায়ণের ঘোরতর তপস্ত দেখিয় মহাদেবের শিরঃকম্প হওয়ায় তাহার কর্ণ হইতে གྀ་ཞྀ་ཉྫཅུ་4. খসিয় পড়ে। বলিয়া এই স্থানের নাম মণিকণিকা হইয়াছে। চক্র দ্বারা এই সরোবর খনন করা হয় বলিয়া ইহাকে চক্ৰতীর্থঙ-কছে। শিব নারায়ণকে বর দিতে চাহিলে তিনি এই বরঞ্জন করেন, যে ব্যক্তি এই স্থানে মরিবে, -
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/২১২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।