কাশী >ዓ শিব। সে কি ! আমি শুধু শুধু উপোষ করবে, কিঞ্চিৎ জলযোগ ? ব্ৰহ্মা। কিছু না ; তীর্থের ধৰ্ম্ম যা, তা না রাখুলে চলবে কেন ? ভৃত্যকে তামাক ও পা ধোবার জল দি-ত আজ্ঞা দিয়া সদাশিব নারায়ণের হস্ত ধারণ পূৰ্ব্বক অন্দরে প্রবেশ করিলেন এবং “গিন্নি কোথায় গেলে গো” বলিয়া চীৎকার করিতে লাগিলেন । অন্নপূর্ণ আপঘোমটা দিয়৷ উপস্থিত হইলে “কে আসিয়াছে দেখ!” বলিয়া বাহিরবাটীতে প্রস্থান করিলেন। ভগবতী নারায়ণকে একখানি পিড়ে পাতিয়া বসিতে দিলেন এবং নিজে ধরাসনে উপবেশন করিয়া কহিলেন”এত কাহিল যে ! অসুখ বিমুখ হয়নি ত ? নারা । মধ্যে পেটের অসুখ হয়, ক’বার ভেদ বমীও হয়েছিল, রাজু কবিরাজ কি একটা ঔষধ দিয়ে আরোগ্য করেন । অন্নপূর্ণ। আমি রোজ রোজ ওঁর কাছে গল্প করি, কোলকেত হ’তে কত লোক আসে, ঠাকুরপে একবার আসেন না কেন ? এলে কিসে? নারা। কলের গাড়িতে । অন্নপূর্ণ। আগ! কি কলই তৈয়ের করেচে, কিছুই ক’তে হয় না-টিকিট কিনে উঠতে পাল্লেই পৌছে দিয়ে যায়। দিন দিন কত রকমের লোকই ভাই দেখা দিচ্চে। আবার স্কুল কলেজের ছেলেগুলো পরীক্ষের ভয়ে, কি মা বাপের সঙ্গে ঝগড় ক’রে বাস্ক ভেঙ্গে টাকা নিয়ে পালিয়ে আসতে আরম্ভ ক’রেচে। তোমার দাদা যখন খবরের কাগজ পড়েন—“আমার ছোট ভাই, রং কাল, মাথায় টাক আছে, তোত লা কথা কয়, বয়স ১৮।১৯, বেঁটে খেটে মানুষটা, অমুক রাত্রে নিরুদ্দেশ হ’য়েচে, কেউ ধরে দিতে পালে ৫০ টাকা পারিতোষিক দেব।” শুনে আর মুখে কাপড় দিয়ে হেসে হেসে বাচিনে । বউদের আনলে না কেন ? নারা । নিজের আসতেই প্রাণ ওষ্ঠীগত, ট্রেণে কি স্ত্রীলোক আনা যায় ? বাবা ! যে ভিড় । - অন্নপূর্ণ । তোমাদের দুজনেরই ঐ এক বোল। কেন এদিকে ত q
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/২১৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।