পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/২১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&br দেবগণের মর্ত্যে আগমন বড় ভিড় নেই ; ভিড় বটে কলকেতার পথে। তা ভিড় হ’লেই বা ক্ষতি কি ? কোলকেতার যে কত বাবু সোমন্ত সোমত্ত বে। সঙ্গে ক’রে কাশ আসেন । আহ ! আন্টুত হয়। ভাল ঠাকুরপো! তুমি যে ভিড়ের কথা বোলচে, কিন্তু মনে কর, কোলকেতায় যদি তোমার চাকরি হত, বউ ফেলে কেমন ক’রে থাকৃতে ? নারা । সে কথা আমি বলতে পারিনে। কিন্তু তুমি যে কোলকেতার লোকের কথা বলচে, বোধ হয় তাহাদের বুকের পাট দেবতাদের অপেক্ষা শক্ত, সেই জন্তই ট্রেণে পরিবার আনতে সাহস হয়। কৈ-তুমি কখন কলের গাড়িতে উঠেছ ? অন্নপূর্ণ । তোমার দাদা কি তেমনি যে, রেল গাড়িতে উঠতে দেবেন ? গ্রহণের দিন প্রয়াগে গঙ্গাস্নান করতে যাব ব’লে কত সাধ্যি সাধন ক’লাম, কিছুতেই বিদায় দিলেন না ! নারা । কলের গাড়িও দেখনি ? অন্নপূর্ণ। একদিন উনি বাড়ী ছিলেন মা, লুকিয়ে গিয়ে দেখে এসেছি । ঘুমিন্সে গোরা গাড়িখানাকে যেন নক্ষত্ৰবেগে ছুটিয়ে নিয়ে গেল ! তুমি বোসে, জলখাবার আনি। নারা । আজ আর কিছু খাব না, তীর্থে এসে প্রথম দিন উপবাস ক’ৰ্বতে হয় । - অন্নপূর্ণ । ওম, কেন ! তুমি ছেলে মানুষ, তিনবার খাবার বয়েস, তোমার আবার উপবাস কেন ? তাই ত বলি, মুখ-খানি যেন শুরু শুক্ল দেখাচ্চে । তোমার সঙ্গে আর কে এসেছে ? নারা । বড়দা, দেবরাজ ও বরুণ । অন্নপূর্ণ। বরুণ ত এইখানে (মর্ত্যে) চাকরি করেন। এখন কির্তার ছুটি ? নারা। এখন ছুটি বটে ; কিন্তু আজ কাল উহার ছুটির কোন স্থিরতা নাই ; মেলেরিয়া জর হয়ে পৰ্য্যস্ত যখন তখন বিদায় নিয়ে স্বর্গে যান।