কাশী సిసి অন্নপূর্ণ । ঐ জন্তৈ সময়ে জল না হওয়ায় ধান টান গুলো ভালরূপ জন্মায় না বটে । আচ্ছা দেবরাজ যে কোলকেতায চল্লেন, উনি কি বিষয় আশয় গুলো উইল ক’রে এলেন ? নারা। উইল ক’বৃবেন কেন ? অন্নপূর্ণ। শুনেছি রাজ রাজড়ার কোলকেতায় বাবার আগে, যদি আর না ফেরেন ভেবে, উইল ক’রে থাকেন ? নার" । সেখানে গেলে আর ফিরবেন না কেন ? অন্নপূর্ণ । ধৰ্ম্ম জানেন ! - নারা। বড়দ আজ বডড জালাতন ক’রে মেরেছেন ৷ ঘাটে এসেই “সুরধুনী” “সুরধুনী” শব্দে কাদূতে আরম্ভ করলেন, দেশের মাগীগুলো তামাস দেখুতে ছুটে এল, আমরা ত আর লজ্জায় বাচিনে! অন্নপূর্ণ। মুরির কথা ভাই ব’লে না। ব’ল্লাম, আগে আমাদের দু’ সতীনে বগুড়া হত, এখন বয়স হয়েচে, এখন ত আর সে সব ভাল দেখায় ন, আয়ু বোন দুজনে ভাব ক’রে মিলে মিশে থাকি। প্রত্যহ আমাকে ছত্রিশ জেতের জন্ত রাধুতে হয়, এক আর পেবে উঠিনে । তুই থাকৃলে, হ’লো তুই একদিন রাধুলি, আমি এক দিন রাধুলুম—ত তো গায়ে লাগে না । তা ভাই—কিছুতেই শুনলে না, অহঙ্কারে উত্তরবাহিনী হয়ে চ’লে গেল জ্ঞ । যেমন কথা শোনেননি, তেমনি এখন মরছেন, ইংরাজের জাহাজ আর ষ্টীমার বহিয়ে বহিয়ে কোমর ভেঙ্গে দিচ্চে । “তুমি বোলে৷ আমি বাহির হতে আসি—কারণ বড়দা প্রভৃতি রয়েছেন” বলিয়। নারায়ণ বহিৰ্ব্বাটীতে প্রস্থান করিলেন । জয়া আসিয়া কহিল, “ম, ও বাবুট কে ?” অন্নপূর্ণ কহিল “মর, সব ভুলে গেলি ? উনি যে আমার দেওর নারায়ণ !” জয় কহিল “বয়েস হয়েছে, আর চোকে কাণে ভাল দেখুতে শুনতে পাইনে ৷” - কালীতে গঙ্গা উত্তরবাহিনী ।
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/২১৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।