ব্ৰহ্মলোক ☾ বরুণসঃ অন্দরে প্রবেশপূৰ্ব্বক কিঞ্চিৎ জলযোগ করিয়া রথারোহণে ব্রহ্মলোকের অভিমুখে যাত্রা করিলেন। ব্ৰহ্মলোক ব্ৰহ্মার মানস-সরোবরে অত্যন্ত পানী হইয়াছে, বিশেষতঃ কয়েক বর্ষ ভাল বর্ষ না হওয়াতে জলকষ্টে তাবৎ মৎস্ত মরিয়া যাইতেছিল। পদ্মযোনি বাধাঘাটে বসিয়া হস্ হুস শব্দে কাক ঠাড়াইতেছিলেন এবং যে মাছট মরিয়া ভাসিয়া উঠিতেছিল, তৎক্ষণাৎ তুলিয়৷ একস্থানে একত্র করিয়া রাখিতেছিলেন। তথাপি চাল, মাচরাঙ্গা ও শিক্রে পাখিতে ছে। মারিয়া ছু একটা লইতে ছাড় ছিল না । অপরাহ্লে পিতামহ আর কয়েকট বৃদ্ধসমভিব্যাহারে তাহার মানস সরোবরের উদ্যানে ভ্রমণ করিতেছিলেন। ইহঁার পরিধানে রেলি ব্রাদারের ধোয়া থান, • বক্ষঃস্থলে শ্বেত লোমের উপর শ্বেত যজ্ঞোপবীত; পায়ে শিং-তোলা জুতা,—হাতে তালের ছড়ি । এমন সময়ে ইন্দ্র ও বরুণ আসিয়া সাষ্টাঙ্গে প্ৰণিপাত করিয়া কহিলেন “পিতামহ ! প্রণাম করি ।” ব্রহ্মা । কেহে তোমরা ? to ইন্দ্র । আজ্ঞে, চিন্তে পারচেন না ? বরুণ আর ইন্দ্র । ব্ৰহ্মা। আরে এস এস! আর ভাই, চোকে ভাল দেখতে পাইনে, এখন তোমাদের রেখে যেতে পাল্লেই বাঁচি তবে অসময়ে আসিবার কারণ কি—স্বর্গে তো দৈত্যের কোন উপদ্রব আরম্ভ করে নাই ? ইন্দ্র। করে নাই বটে, কিন্তু করবার উপক্রম। ব্ৰহ্মা। কার উপদ্রব করবে ? - - - سیسسمببمب------ ۔۔۔--
- দেবগণের জুতা, কাপড় প্রভৃতি যাহা যাহা আবগুৰু হইত, বরুণ তাহ কলিকাতা ॐईप्ङ ख्ञांनिग्न भिाऊन । - -