কাশী ురి দিয়ে যায়, তোমার দাদাকে দেখে আহলাদে গদগদ হয়ে কল কল শব্দে হাসতে হাসতে আসে। তোমার দাদা দেখতে পেয়ে ছুটে গিয়ে ব’ল্লেন “খবৰ্দ্দার । এখানে এসে না । তুমি এলে আমার সোণার কাশী ভেঙ্গে চুরে নষ্ট হবে, সহ করতে পারবো না । তাতে কালামুখী এই সত্য করে—“একবার তোমায় দেখেই আমি এখান হ’তে বিদায় হব । প্রতিজ্ঞ। করচি, কাশীর কোন অনিষ্ট করবে না।” * নারা। বেী, কাশীর কোন জিনিস ভাল ? অন্ন। কেন কাশীর চিনি, পেয়ারা, বারাণসী শাড়ী,—একি কখন শোন নাই ? বউদের জন্তে কিছু কাপড় কিনে নিয়ে যাও, ছেলে মেয়ের বেতে, হ’লে পূজোটুজোর সময়ে, পোরে বরণ করবেন। নারা । এক আধ খান হ’লে নিয়ে যেতাম, জান ত বিশ বস্তা নিয়ে গেলেও কুলিয়ে উঠতে পারব না। অন্ন। আমি রান্না চাপাই, তুমি ভাই কাছে বোসে গল্প কর । আমি তোমার মুখে গল্প শুনতে বড় ভালবাসি । “আমি চট্ ক’রে একবার বাহির হতে আসি।” বলিয়৷ নারায়ণ প্রস্থান করিলেন। তিনি বহিৰ্ব্বটিতে উপস্থিত হইয়া দেখেন, সদাশিব
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/২৩৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।