X >8 দেবগণের মর্ত্যে আগমন টোল খুলে দোকান পেতে, বাসে আছেন। যে সব বিদ্যা বুদ্ধি ! কোন্ দিন বা হর হরি বিভিন্ন ভেবে হরিসভা খুলে বিদ্যার পরিচয় দেন ! e দেখ দেবরাজ ! এই কাশীতেই মহারাজ হরিশ্চন্দ্ৰ সৰ্ব্বস্বাস্ত হয়ে বাস ক’রেছিলেন, এই কাশীতেই তুলসীদাসের আশ্রম এবং রামানন্দের মঠ ছিল । এখন সেই কাশীতে আছে কি না কতকগুলো বেশু্যা এবং লম্পট । এখন সেই কাশ্য কি না বাঙ্গালী বালবিধবাদিগের আণ্ডামান। যত্ন ক’রে কাশী নিৰ্ম্মাণ করলাম—ভূমিকম্প হ’তে রক্ষার জন্ত ত্ৰিশূলের উপর কাশীকে স্থাপন করলাম, এখন কি না পাপের ভরে মাসে ৩২ বার কাশীতে ভূমিকম্প হচ্চে। এক একবার এমনি রাগ ধরে ও দুঃখ হয় যে, কাশী ভেঙ্গে গোল্লায় দিয়ে নিশ্চিন্ত হই ; কাশী অগ্নি দ্বারা ধ্বংস ক’রে ভিখারী শঙ্কর আবার ভিক্ষা ক’রে থাই ; শ্মশানবাসী শিব আবার শ্মশানে গিয়ে আশ্রয় লই । বরুণ ! এ কি কম দুঃখ—পাপীর সংখ্যা বৃদ্ধি দেখে কালভৈরব প্রহরীর কার্য্য পরিত্যাগ করেছে! কলিও আমার সঙ্গে কৌতুক আরম্ভ ক’রেছে! এক একবার গোপনে এলে সে ইহার ভিত্তিস্বরূপ ত্ৰিশূল গাছটা ধরে এমনি সজোরে নাড়া দেয় যে, বোধ হয় কাশীটে বুঝি উল্টে পড়ল ! আমি কাশীবাসীদিগের মুখ স্বচ্ছন্দতার জন্ত সকলই কPrবচিলাম - দেখলাম কতকগুলো পাঠা মদের মখে পাঠার মাংস ভাল
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/২৩৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।