কাশী > >ዓ ঘরে স্ত্রী পুরুষে বৌদ্ধমত প্রচার করিতে থাকেন। বৌদ্ধমত প্রচার হইলে লোক নাস্তিকতা প্রাপ্ত হইলে এবং স্ত্রীপুরুষের মধ্যে ব্যভিচার-পাপ ঘটিতে লাগিল । দিবোদাস তদর্শনে নারায়ণের স্তব আরম্ভ করিলে তিনি আসিয়া দেখা দিলেন । দিবোদাস নারায়ণকে কহিলেন “ঠাকুর । কি পাপে আমার কাশীতে ব্যভিচারদোষ ঘটিতেছে?” নারায়ণ কহিলেন “তুমি শিবের কাশী শিবকে না দিয়া যে অধৰ্ম্ম করিয়াছ, ইহা সেই পাপের ফল। অতএব এক্ষণে এক শিবমূৰ্ত্তি স্থাপিত করিয়া শিবের কাশী শিবকে প্রত্যপণ পূৰ্ব্বক পাপ হইতে মুক্ত হও ।” দিবোদাস তৎশ্রবণে “যে আজ্ঞে” বলিয়া ভূপালেশ্বর নামক এক শিব প্রতিষ্ঠা করিয়া কাশী পরিত্যাগ পূৰ্ব্বক প্রস্থান করেন। সেই আদি-কেশবের প্রতিমূৰ্ত্তি অস্থাপি ঐ মন্দিরের মধ্যে আছে । - দেবগণ এখান হইতে কিছু দূরে বাইয়। দেখেন, এক ব্যক্তি রাস্তার ধারে বসিয়া “দোহাই বাবু, কাণাকে একটা পয়সা দে বাবা, আমি চারিদিন খেতে পাইনি বাবা” বলিয়া চীৎকার করিতেছে । ব্ৰহ্মার দয়ার উদ্রেক হওয়ায় নারায়ণকে কহিলেন “কাণাকে একটা পয়সা দেও ” নারায়ণ পকেট হইতে বাহির করিয়া পয়সা দিতে উদ্যত হইলে, বরুণ কহিলেন “কর কি ? ও কাণ নয় ; ঐপ্রকার মিথ্যা জুয়াচুরি করিয়া পয়সা রোজগার করে ।” কাণ। না বাবা, আমি সত্যি সত্যি কাণ । পয়সাটা দে বাবা, আমি সত্যি সত্যি কাণ । নারায়ণ কহিলেন “দেখি, তুই তাক দেখি, কাণ কি না দেখি ” কাণ তৎশ্রবণে নয়ন উন্মীলন করিল। নারায়ণ কহিলেন “এ বেটা জুয়াচোরই বটে। তুই কাণ কইরে ? ঐ ত তোর চোকের তারা, পুতুল দেখা যাচ্চে।” তখন সে ব্যক্তি ফিক্ ফিক্ ক’রে হেসে পলাইল । যাইবার সময় বলিল “এ ব্যাটা আচ্ছা ঝানু বটে "
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/২৪১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।