পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/২৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাশী ``సి নাকে দিয়া হিচ দূরয!” হিচ দূর যা ” করিয়া হাছতে ইচুতে রাস্ত দিয়া চলিলেন । এক স্থানে উপস্থিত হইয়। ইন্দ্র কহিলেন “বরুণ, এ মন্দিরে কি প্রতিমূৰ্ত্তি আছে ?” বরুণ। জোষ্ঠেশ্বর শিব এবং জ্যেষ্ঠ৷ গৌরী নামে ভগবতীর প্রতিমূৰ্ত্তি আছে। ব্ৰহ্মা । এ মূৰ্ত্তি কে স্থাপিত করে ? বরুণ । দিবোদাসকে কাশী হইতে বিদায় করিয়া শিবের প্রত্যাগমনসময়ে তাহাকে সাদর সম্ভাষণ করিবার জন্য নারায়ণ এই স্থানে দাড়াইয়া অপেক্ষা করিয়াছিলেন এবং এই স্থানেই তাহদের পরস্পর সাক্ষাৎ হইয়াছিল। এই ঘটনা স্মরণ হইবার জন্য নারায়ণ স্বয়ং এই শিব ও ভগবতীর মূৰ্ত্তি সংস্থাপিত করেন । ইন্দ্র। কাশীতে স্থার কি আছে ? বরুণ। আছে বিস্তর ; যদি কিছুদিন বাস করিতে পার, আমি একে একে সমস্তই দেখাতে পারি। ব্ৰহ্মা। না, আর কাজ নাই। বরুণ, শীঘ্র শীঘ্ৰ কলিকাতায় নিয়ে চল ভাই, গঙ্গা দর্শন করে চরিতার্থ হই । আহা ! মাকে হাবড়ার নিকটে বেঁধেছে শুনে পৰ্য্যন্ত আমাতে আর আমি নাই ! “তবে চলুন, বস্ত্রাদি লইয়া বিদায় হয়ে আসি” বলিয়া বরুণ দেবগণের সঙ্গে বাসায় চলিলেন এবং যাইতে যাইতে এক স্থানে উপস্থিত হইয়৷ কহিলেন—“দেবরাজ, বীরেশ্বরের মন্দির দেখ ।” ইন্দ্র। এ শিব কে প্রতিষ্ঠা করে ? বরুণ ৷ এক রাজপুত্র গওে জন্মে বলিয়া রাজা গণৎকারদিগের পরামর্শে পুত্রটকে দুর্গাদেবীর নিকট ফেলিয়া দিয়া যান। দেবীর ডাকিনী যোগিনীগণ ঐ সন্তানটকে লালন পালন করিয়া মানুষ করে । বালকটর জ্ঞানের