পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/২৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাশী ১২৩ ৷ উলঙ্গ সন্ন্যাসীকে বিদ্রোহী সন্দেহ করিয় তাহাদের উপর যৎপরোনাস্তি অত্যাচার করিতে থাকেন। সেই ভয়ে অনেক সন্ন্যাসীই কাপড় পরিয়া আত্মরক্ষা করেন। তৈলঙ্গ স্বামী আত্মরক্ষার কোন উপায় করিলেন না । তাহাকে উপযুপিরি কয়েক দিবস অনাহারে কারারুদ্ধ করিয়া রাখা হয়। কিন্তু তিনি স্বীয় অমানুষিক শক্তিবলে আপনার উদ্ধার সাধন করিয়াছিলেন । তাহা দেখিয়া উক্ত ইংরাজ রাজপুরুষ বিস্মিত হন ও তদবধি তাহার প্রতি আর কোনরূপ অত্যাচার করেন নাই । দেবরাজ ! ওদিকে দেখ পিশাচমোহন তীর্থ। ঐ তীর্থে অগ্রহায়ণ মাসের শুক্ল-চতুর্দশীতে স্নান করিলে সৰ্ব্বপাপ হইতে মুক্তিলাভ হয় । এক ব্রাহ্মণ দানগ্রহণে পিশাচদেহ প্রাপ্ত হয়, পরে সে এই স্থানে স্নান করিয়া মুক্তিলাভ করে বলিয়া ইহার নাম পিশাচমোহন তীর্থ হইয়াছে। - দেবতার ঘাটে যাইয়া একখানি নৌকা ভাড়া করিলেন এবং কাশীর অপূৰ্ব্ব শোভা দেখিতে দেখুিতে রাজঘাটে যাইয়া উপস্থিত হইলেন। সকলে ঘাটের উপর উঠিলে ইন্দ্ৰ কহিলেন “বরুণ, এই স্থান এবং এই বোট-নিৰ্ম্মিত ঘাটের নাম কি ?” বরুণ ৷ ঘাটের নাম রাজঘাট, এই ঘাটে রেলের লোক পার হইয়। থাকে । গঙ্গার অপর পারে ব্যাসকাশী । ব্যাস, শিবের উপর রাগ করিয়া, ঐ কাশী নিৰ্ম্মাণ করেন ; কিন্তু তাহার উদ্দেশু সিদ্ধ হয় নাই । ইন্দ্র । ব্যাস কি উদ্দেশ্রে ঐ কাশী নিৰ্ম্মাণ করেন এবং কি জন্তই বা র্তাহার উদ্দেশু বিফল হয় ? বরুণ। ব্যাস প্রতিজ্ঞা করেন—শিবের কাশীতে পাপীরা আসিয়া বাস করিয়া যদি আর পাপ না করে, তবেই মৃত্যু হইলে মুক্তিলাভ করিবে । কিন্তু যদি কাশীবাসী হইয়া পাপ করে, সে পাপের আর মুক্তি নাই। অতএব আমি এমন কাশী নিৰ্ম্মাণ করিব, তাহাতে লোকে পাপ করিয়া আসিয়া যদি বাস করে কিংবা বাস করিয়াও যদি পাপ করে, হেলায় উদ্ধার