ծՀ8 দেবগণের মর্ত্যে আগমন হইবে। অন্নপূর্ণ ভাবিলেন, এ বিপদ মন্দ নয় । যদি ব্যাস প্রকৃতই ওরূপ কাশী নিৰ্ম্মাণ করেন, তাহা হইলে তাহার সোণার কাশী বন হইয়া যাইবে । অতএব দেবী অনেক ভাবিয়া চিন্তিয়া এক বৃদ্ধার বেশ ধারণ পূর্বক যষ্টিহস্তে ধীরে ধীরে ব্যাসের সন্নিকটে উপস্থিত হইয়া কহিলেন “বাবা, তোমার কি হ’চ্চে বাবা ?” ব্যাস কহিলেন “বুড়ী, আমি এমন কাশী নিৰ্ম্মাণ করূচি যে, এখানে যে সে পাপী আসিয়া মরুক কিংবা বাস করিয়া যে যেরূপ পাপ করুক, মৃত্যু হইলেই মুক্ত হইবে।” “ভাল” “ভাল” বলিয়৷ অন্নপূর্ণ কয়েক পদ প্রস্থান করিলেন এবং তৎক্ষণাৎ প্রত্যাগমন করিয়া কহিলেন “এখানে মলে কি হবে ব’ল্লে বাবা ? আমি কাণে কিছু কম শুনি, আবার বল।” ব্যাসদেব চীৎকার শব্দে কহিলেন “এখানে যে সে পাপী আসিয়া বাস করুক কিংবা বাস করিয়া যে যেরূপ পাপ করুক, মৃত্যু হইলে হেলার মুক্তিলাভ করিবে ।” অন্নপূর্ণ আবার কয়েকপদ প্রস্থান করিয়া পুনরায় প্রত্যাগমন করিলেন এবং কহিলেন ও বাবা! ভাল বুঝতে পাল্লেম না, মলে কি হবে ব’ল্লে r” তখন ব্যাস বিরক্ত হইয়৷ চীৎকারশব্দে কহিলেন “গাধা হবে,—এখানে মলে লোকে গাধা হবে ।” দেবী তৎশ্রবণে হাস্যপূর্বক “তথাস্তু” বলিয়া অন্তহিত হইলেন। ব্যাসও “হায়! কি করলাম” বলিয়, অনুতাপ করিতে করিতে প্রস্থান করিলেন । নারা । দাদার চাইতে বেী মজবুত ! ব’লতে কি, বে। দাদাকে চালিয়ে নিয়ে বেড়াচ্চেন । ইন্দ্র। কথাতেই তো আছে—স্বামী হাব-গোবা হ’লে বে। সেয়ানচতুর হয়। মহেশ্বরী মহেশ্বরকে এখন অনেকটা মানুষ ক’রে তুলেছেন। বরুণ ! দূরে যে অট্টালিকাশ্রেণী দেখা যাচ্চে, ও স্থানের নাম কি ? বরুণ। রামনগর, উহাও ব্যাসকাশীর মধ্যে । কাশীর রাজ রামনগরে বাস করিয়া থাকেন। রামনগরে রামনবমীর সময় বেশ সমারোহের সহিত রামলীলা হইয়া থাকে। তখন বাজী এবং রোসনায়ে অনেক টাকার শ্রাদ্ধ হয়।
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/২৪৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।