পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/২৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>ミや দেবগণের মর্ত্যে আগমন কষ্ট হইতেছে। তুমি কাশীর স্থল বৃত্তাস্ত বর্ণন কর” বলিয়া, দেবগণ সহ ষ্টেশন অভিমুখে চলিলেন। বরুণ । বারাণসী কলেজে সংস্কৃত ভাষার বিশেষ আলোচনা আছে । তজ্জন্য একটি সংস্কৃত বিভাগ আছে। এই বিভাগের ব্যয় রামনগরের রাজা নিৰ্ব্বাহ করিয়া থাকেন। কলেজ হইতে কিছু দূরে একট প্রস্তরনিৰ্ম্মিত প্রকাও স্তম্ভ আছে। উহা দর্ঘে ত্রিশ হাত এবং প্রস্থে পাচ হাত হইবে । স্তম্ভটী গাজিপুর জেলার কোন স্থানে প্রাপ্ত হওয়া যায় । উক্তার গাত্রের লেখা পড়িবার যে নাই বলিয়া, কোন রাজার সময়ের তাহ স্থির হয় না। কাশীতে ভারতের সকল প্রদেশেরই লোক আসিয়া বাস করিতেছে । বাঙ্গালীটােলায় বাঙ্গালীদিগের বাস। উহাদের মধ্যে সাধু, অসাধু, মাতাল এবং লম্পট বিস্তর আছে । কেশেল নামক এক সম্প্রদায় বাঙ্গালী ব্রাহ্মণ এখানে বাস করে। উহারা ব্যভিচারদোষাসক্ত ব্ৰাহ্মণদিগের দ্বারা উৎপন্ন, এজন্ত উহারা সমাজচ্যুত হইয়া আছে । কাশীতে বেদ, বেদান্ত, বিজ্ঞান, দর্শন ও পুরাণাদিবিৎ পণ্ডিত অনেক আছেন। এখানে অনুন তিন চারি শত দণ্ডী, মোহাস্ত, সন্ন্যাসী, অবধূত, পরমহংস এবং পরিব্রাজক বাস করিয়া থাকেন । কাশীবাসী দওঁীদিগের মধ্যে অসচ্চরিত্র ও ভণ্ড অনেক আছে । এইস্থানে অনেক অন্নসত্র দেখিতে পাওয়া যায়, তাহাতে ধনিগণ অন্নপূর্ণার মান রক্ষার্থ অকাতরে অন্নদান করিয়া থাকেন ; সুতরাং কেহ কখন অভুক্ত থাকে না । গলি ঘুজিতে অনেক শিবকে অভুক্ত থাকিতে হয়। এমন কি, তাহাদের মস্তকে দিনান্তে এক বিন্দু জল পড়ে কি না সন্দেহ। তবে মধ্যে মধ্যে শৃগাল কুকুরগণের দয়ার উদ্রেক হওয়ায় স্নানকাৰ্য্য সমাধা হইয়া থাকে । ব্ৰহ্মা । দেখ ! কাশী এসে পাপ ক’রে ফাঁকি দিয়ে শিব হওয়া নয় । তার পর বল । বরুণ। প্রাতঃকাল ও সন্ধ্যার সময় প্রায় প্রত্যেক দেবালয়ে নহবৎ