> లి: দেবগণের মর্ত্যে আগমন কাণ্ডারা হইয়া উদ্ধার করে। সে বেগতিক দেখিলেই ছুটিয়া গিয়৷ ঘোড়াটাকে উত্তমরূপ প্রহার পুৰ্ব্বক শিক্ষা দেয় যে—হাজার নষ্টামি কর, এ ভারবহনক্লেশ হ’তে তোমার নিস্তার নাই। বিধাতা তোমার অদৃষ্টে ছ্যাকড়াগাড়ী বহন লিখিয়াছেন । অতএব যত দিন জীবিত থাক, একটু একটু দানা জল খেয়ে এই কাজে প্রবৃত্ত হও । কেন আর অনর্থক প্রহার-যন্ত্রণ সহ কর । শমন না লওয়া পৰ্য্যন্ত তোমাদের নিস্তার নাই । ক্রমে ক্রমে দেবগণের গাড়া বেণীতীরের বিবিধ সামগ্রীপূর্ণ চকের মধ্যে প্রবেশ করিল। দেবগণ দেখেন, নাপিতেরা ভাড়-বগলে ছুটাছুটি আরম্ভ করিয়াছে। ব্ৰহ্মা জিজ্ঞাসা করিলেন, “বরুণ ! ওরা কারা ? আর এত আনন্দিতই বা কি জন্ত ?” বরুণ । উহার প্রয়াগের পরামাণিক । মাঘ মাসে উহাদের পোহাবারো, কারণ যাত্রীদিগের মাথায় ক্ষুর বুলাইয়। বিলক্ষণ দশ টাকা উপার্জন করিবে। এবৎসর যাত্রিসংখ্যা বেশী দেখিয়াই উহাদের আনন্দের পরিসীমা নাই । বেণীঘাটের সন্নিকটে গাড়ী উপস্থিত হইবামাত্র এলাহাবাদের প্রসিদ্ধ কেল্লা দেবগণের নয়নপথে পতিত হইল । দেবরাজ কহিলেন “বরুণ ! দেখা যাচ্চে—ওটা কি ?” বরুণ | এলাহাবাদ ফোট কেল্লা । এই দুর্গ, সিপাহী বিদ্রোহের সময় ভয়ানক আকার ধারণ করিয়াছিল । দুর্গট গঙ্গা এবং যমুনার সন্ধিস্থলে । ইংরাজের ইহার বিশেষ প্রশংসা করিয়া থাকেন । ইন্দ্র । ইহা নিৰ্ম্মাণ করে কে ? বরুণ । ইহা বহুকাল পূৰ্ব্বে হিন্দুরাজাদিগের দ্বারা নিৰ্ম্মিত। মধ্যে ধ্বংস হইয়। প্রাচীরমাত্র অৰশিষ্ট থাকে, আকবর বাদসা পুনরায় ইহা নূতন করিয়া নিৰ্ম্মাণ করেন। এলাহাবাদের লোকে বলে—‘আকবর হিন্দু ছিলেন, শাপে মুসলমান হয়ে জন্মগ্রহণ করেন। rr " নারা তীর্থস্থানে একটা কেল্লা মেরামত করায় কি তিনি হিন্দু হলেন?
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/২৬০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।