পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/২৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এলাহাবাদ లల বরুণ । না ভাই, ਚਿਕਿ হিন্দুদিগের মঙ্গলকর অনেক কাৰ্য্য করিয়াছিলেন ও র্তাহার আদান প্রদান ক্রিয়া কৰ্ম্ম যাহা কিছু—অধিকাংশই হিন্দুদিগের সহিত হইত। হিন্দুরাজাদিগের হস্তে তিনি বিশ্বাসপূৰ্ব্বক রাজ্যের অনেকগুলি প্রধান প্রধান কৰ্ম্ম দিয়াছিলেন। হিন্দু-মুসলমানকে তিনি কখন ভিন্ন ভাবিয়া পক্ষপাত করিতেন না । রাজা তোডরমল র্তাহার রাজস্বসচিব এবং মানসিংহ তাহার সৈন্তাধ্যক্ষ ছিলেন । আকবর জয়পুর-রাজ বিহারী মলের কন্যাকে বিবাহ করিয়াছিলেন, ও রাজ মানসিংহের ভগিনীর সহিত র্তাহার জ্যেষ্ঠ পুত্রের বিবাহ দিয়াছিলেন । নারায়ণ । আকবর হ’ল মুসলমান–রাজপুতেরা হিন্দু । হিন্দু ও মুসলমানে বিবাহ হওয়াতে অন্তান্ত রাজার কোন আপত্তি করিতেন না ? বরুণ। রাজপুতের কন্যাদান করিয়া তাহাকে আর লইয়া আসিতেন ল! এবং তাহার হাতে খাইতেন না,—সুতরাং অন্তান্ত রাজারা আপত্তি করিবেন কেন ? 彎 নারা । আহা ! মেয়েগুলার কি কষ্ট ! বরুণ । কষ্ট কিসে ? নারা । কষ্ট নয় ? শ্বশুরালয়ে এসে পেয়াজ রসুন দিয়ে গুটুকী মাচ ভাজা কুঁকড়োর ঝোল, সপে ব’সে সানকিতে ক’রে ভাত খাওয়া— হিন্দুর মেয়ের কষ্ট নয়? জুতা পায়ে দিয়ে বেগম সাজ, আঁচল পেতে ওঠা বসা করতে ক’ৰ্বতে নেমাজ পড়—হিন্দুর মেয়েদের কি কম কষ্ট ? বরুণ। ক্রমে সয়ে যায়। দেখুন পিতামহ ! ঐ কেল্লা হিন্দু, মুসলমান এবং ইংরাজ তিন জাতির স্বেচ্ছামত নিৰ্ম্মিত হইয়াছে । ভারতের কত দেশ কত রাজ্য ধ্বংস হইল, কিন্তু এলাহাবাদের কেল্লা চিরকাল বৰ্ত্তমান আছে। কেল্লার মধ্যে পাতালপুরী। পাতালপুরীতে এক অক্ষয়বট ও শিবমূৰ্ত্তি দেখিতে পাওয়া যায়।

  • চল আমরা দেখে আসি” বলিয়া পদ্মযোনি দেবগণসহ অক্ষয়বট