এলাহাবাদ ᎼᏬ☾ ইন্দ্র। আজ্ঞে, মর্ত্যের লোক আজ কা’ল যেরূপ অর্থলোভী, ধৰ্ম্মের ভাণ করিয়া প্রতারণা করিবে বিচিত্র কি ? ইহার পর দেবগণ ভীমের গদা দেখিয়া কেল্লা হইতে প্রত্যাগমন পূৰ্ব্বক ত্রিবেণী তীর্থে আসিয়া উপস্থিত হইলেন। দেখেন অসংখ্য নাপিত গঙ্গাপুত্র, পুরোহিত, দ্বিজ ও ভিক্ষুক যাত্ৰাদিগকে যেন পাট ছেড়াছড়ি করিতেছে । সকলেই দেখিলেন, পাণ্ডীগণ নিজ নিজ স্থান সকল অংশ করিয়া বসিয়া আছে । প্রত্যেকের দখলি অংশে বিভিন্ন প্রকার পতাক৷ উড়িতেছে । দেখিলে বোধ হয় যেন বন্দরে ইংরাজ, ওলন্দাজ ও ফরাসীদিগের বাণিজ্যতরীতে নিশান উড়িতেছে। ঘাটে মহাগণ্ডগোল ! কেত পূজা করিতেছে, কেহ মাথা মুড়াইতেছে, কাহারে বা পাণ্ডাদিগের সহিত দক্ষিণ লইয়া বচসা ও সেই সঙ্গে হাতাহাতি হইবার যোগাড় হইতেছে, কাহারো বা হাত হইতে ভিক্ষুকগণ পয়সা কাড়িয়া লইতেছে। পদ্মযোনি গোলের মূধ্য দিয়া জলের নিকট যাইয়া উপস্থিত হইলেন এবং আবার উচ্চরবে “গঙ্গে—-পতিতপাবনি, এস মা, একবার আমার কমণ্ডলুতে এস মা” বলিয়া রোদন আরম্ভ করিলেন। বরুণ । করেন কি ? শেষে কি আত্মপ্রকাশ ক’রে ব’সবেন ? ভয় নাই, আমি যেখানে পারি, তাহার সহিত আপনার সাক্ষাৎ করাইয়া দিব ! নারা । ওঁকে নিয়ে বড় মুস্কিল হ’লো ! যে আঁদাড়ে পাদাড়ে পুলিস ফিরচে, হয় তো ধ’রে নিয়ে পাগলা গারদে দেবে। এই সময় নাপিত নিকটে আসিয়া ক্ষুর চোকাইতে লাগিল । ব্ৰহ্ম৷ কহিলেন, “তোমরা একে একে মাথার চুলগুলো ফেলে দিয়ে ডুব দিয়ে ফেল ।” নারা । আমি মাথা কামাতে পারবে না। ব্ৰহ্মা। কেষ্ট ! বলিস কি ? মৰ্ত্ত্যের ভাব দেখে শুনে কি নাস্তিক হলি ? তীর্থের যা ধৰ্ম্ম, তা রাখ ।
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/২৬৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।