পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/২৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ృళలి\ు দেবগণের মর্ত্যে আগমন নারা। আমি পারবে না। আপনি জ্যেষ্ঠ আছেন—আপনি কামালেই আমাদের হ’ল। আমরা বরং দক্ষিণস্বরূপ পরামাণিককে কিছু ধরিয়া দিই। “যা তোমাদের খুসি হয় কর, ক্রমে হি দুয়ানি সকলই গেল।” বলিয়৷ ব্ৰহ্মা কামাইতে বসিলেন। গঙ্গার বিরহে তাহার নয়নে ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল । এই সময় পূৰ্ব্বপরিচিত পাদরি সাহেব সদলে পিতামহের নিকটে আসিয়া “বুড়া, টুমি গঙ্গা গঙ্গা বলিয়া কাদিটেছে। কি পরিটাপ ! জল হইয়। কখন ডেথ দিটে পারে ?” বলিয়া চলিয়া গেল । ইন্দ্র । সাহেব বেশ কপূচাইয়া গেল। বরুণ ! ঐ কাদায় পড়ে একটা প্রকাও মূৰ্ত্তি কি ? আর কাদাতেই বা প’ড়ে কেন ? বরুণ । উহা হনুমানের প্রতিমূৰ্ত্তি । বোধ হয়, হনুমানের মনে মনে অহঙ্কার ছিল যে, তাহার তুল্য বীর আর জগতে নাই, তিনি ভিন্ন কাহার সাধা এমন দুর্জয় সাগর বন্ধন করে । কিন্তু সম্প্রতি যমুনার ব্রিজ দেখে স্থির করিলেন, “না—আমার বাবাও আছে, অতএব বৃথা গৰ্ব্বজনিত পাপের প্রায়শ্চিত্তের জন্ত প্রয়াগে মাথা মুড়াই।” মাথা মুড়ান শেষ হইলে আবার ভাবিলেন—“কোন মুখে আর এমুখ দেখাইব ? অতএব কাদাতেই পড়ে থাকি।” এজন্ত কাদায় পড়ে আপৃসোষ করছেন। ইন্দ্র । ভিন্ন ভিন্ন আকারের জল দেখে তো গঙ্গা, যমুনা এবং সরস্বতীকে বেশ চিনে লওয়া যায় । এই সময় ক্ষুদ্র ক্ষুদ্র তরণীতে নানারূপ দেবমূৰ্ত্তি সাজাইয়া পাওীগণ সন্‌ সল্ বেগে দেবগণের নিকট দাড় টানিয়া আসিল এবং কিঞ্চিৎ কিঞ্চিৎ ভিক্ষা প্রার্থনা করিতে লাগিল। নারায়ণ তাহাদিগকে হাকাইয়া বিদায় করিলেন । দেবগণ স্নান সমাপনস্তে তীরে উঠিয়া দেখেন, পূৰ্ব্বপরিচিত পাদরি সাহেব বক্তৃতা করিতেছেন, আর দেশের অশিক্ষিত ছোটলোক র্তাহাকে বেষ্টন করিয়া গুনিতেছে। সাহেব বলিতেছেন ঃ–