পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈকুণ্ঠ S নারায়ণ । কেবল তিন দিন,—আমি প্রতিজ্ঞ ক’রে যাচ্চি, তিন দিনের মধ্যে ফিরে আসবো । কলিকাতা দেখা আর কলের গাড়ীতে উঠ আমার নিতান্ত সাধ, তাই কেবল যাচ্চি । নারায়ণী। ভাল—সাধ হয়েছে, আর কিছু কাল ধৈর্য্য ধ’রে থাক, তার পর কল্পিরূপে জন্মিয়া কত কলের গাড়ীতে উঠবে, কত কলিকাতা দেখবে। নারায়ণ । সে পরের কথা, এক্ষণে কেবল তিন দিনের জন্ত বিদায় দেও ; আমি নিশ্চয় ব’লচি, এই মেয়াদের মধ্যে হাজির হব । নারায়ণী । নাথ ! আর কেন জালাও ? সেখানে গেলে তুমি যদি তিন দিন ছেড়ে তিন শত বৎসরের মধ্যে ফিরে এস—এক কলম আমি লিখে দিতে পারি। সেখানে গিয়ে যদি আরমানি বিবি পাও, আর কি আমায় মনে ধরবে ? না, স্বর্গের প্রতি ফিরে চাইবে ? হয়তো তাদের । সঙ্গে মিশে মদ, মুরগী, বিসকুট, পাউরুট থেয়ে ইহকাল, পরকাল ও জাত থোরাবে । শ্লেষে জেতে উঠা ভার হবে, আর দেখতে দেখতে যে বিষয়টুকু আছে তাও ক্ষোয় যাবে । এমনও হতে পারে,—ব্রাহ্মসমাজে নাম লিখিয়ে বিধবা বিয়ে ক’রে ব’সবে । কিংবা থিয়েটারের দলে মিশে ইয়ারের চরম হয়ে রাতদিন কেবল ফুলুট বাজাবে ও লক্ষ্মীছাড়া হবে। শুনছি, কোলকাতার শীল, নোড়া না কারা ৭৫ হাজার টাকায় কোন থিয়েটার কিনে দুই তিন লক্ষ টাকা উড়াইবার যোগাড় করেছে, আমিও শীঘ্র তাহদের বাড়ী পরিত্যাগের ইচ্ছা করেছি। সে যা হউক নাথ ! মামি তোমাকে প্রাণ থাকিতে বিদায় দেব না । বলিয়৷ নারায়ণী চক্ষে অঞ্চল দিয়া, ফুপিয়ে ফুপিয়ে কাদিতে লাগিলেন। নারায়ণ বিবেচনা করিলেন, যদি নারায়ণীর প্রেমে মুগ্ধ হইয় তাহার নোমত কাজ করেন, তাহা হইলে একপাল মহিষী * লইয়া কোনক্রমেই

  • কথিত আছে, নারায়ণের ষাট হাজার মহিষী কিল ।