পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/২৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মিরজাপুর >○○ বরুণ । এ স্থানের নাম বক্সার। বক্সারের কেল্লা বউ বিখ্যাত। এস্থানে অনেকগুলি যুদ্ধ হয়। বক্সারের দ্বিতীয় যুদ্ধে সে সন্ধি হয়, তাহাতে সম্রাট সা আলম কোরা, এলাহাবাদ ও দোয়াব, সুজাউদৌল অযোধ্যা, এবং ইংরাজেরা বঙ্গ, বেহার ও উড়িষ্যা প্রাপ্ত হন। এখানে নবাব কাসিম আলি খাঁর বাসস্থানের ধ্বংসাবশেষ অদ্যাপি দেখিতে পাওয়া যায়। এই স্থানেই বিশ্বামিত্রের তপোবন ছিল । ঐ রামচন্দ্র হরধনু ভঙ্গ করিয়া সীতাদেবীর পাণিগ্রহণ করিতে যাইবার সময় ঐ তপোবনে বাস করেন । পরে এখান হইতে মিথিলা যাইবার কালে পথিমধ্যে ছাপরার সন্নিকটে গৌতমের তপোবনে উপস্থিত হইলে উক্ত ঋষিপত্নী অহল্য। তাহার পাদস্পর্শে পাষাণদেহ পরিত্যাগ করিয়া মনুষ্যদেহ প্রাপ্ত হন। ব্ৰহ্মা। গৌতমভাৰ্য্যার পাষাণী হইবার কারণ কি ? দেবরাজ এই কথা শ্রবণে গা টিপিয়া এবং চক্ষু দ্বারা ইঙ্গিত করিয়া জানাইলেন—চেপে যাও ,কিন্তু নারায়ণ বারংবার জেদ করিতে লাগিলেন। ব্ৰহ্মা। বরুণ ! কি কারণে অহল্যা পাষাণী হন ? বরুণ। গৌতমভাৰ্য্যা অহল্যা অদ্বিতীয় সুন্দরী ছিলেন । আমাদের রাজাধিরাজ মহারাজ শ্ৰীল ঐ সেইরূপে মুগ্ধ হইয়া সামান্ত ব্রাহ্মণ-বেশে গৌতম-সন্নিধানে উপস্থিত হইয়া ছাত্র হন এবং গোপনে গোপনে ঐ সতীকে প্রলোভন দেখাইয়া অসতী করিবার চেষ্ট পান । নারায়ণ । . ত না হ’লে গুরুদক্ষিণ দেওয়া হয় কৈ ? বরুণ। সতীর মন চঞ্চল করা, সতীকে প্রলোভনে বশ করা দেবের অসাধ্য ; অতএব দেবরাজ তাহাতে বিফলমনোরথ হইয়া অন্ত উপায় অবলম্বন করিলেন । গৌতম প্রতিদিন প্রাতঃস্নান করেন দেখিয়া তিনি একদিন রজনী থাকিতে আসিয়া ঋষির কুটীরের সন্নিকটে বন ঠ্যাঙ্গাইতে আরম্ভ করেন। তাহাতে পার্থীপক্ষীগুলি প্রাণের ভয়ে কিচির মিচির শব্দে ডাকিয়া উঠে। ঋষি কোশ কুশী হাতে লইয়া রাত্রি নাই ভাবিয়া