পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/২৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মিরজাপুর >(tԳ তার সেই নয়ন-জলেই এই অধমের জন্ম হয়। পিতা চিরদুঃখী ছিলেন বটে, কিন্তু তিনিও এক সময়ে মাথা তুলেছিলেন। র্তার মাথা তোলাতেই দেবগণ ভাত হয়ে এ দুর্দশ ঘটান। কিন্তু দেব ! আমার অপরাধ কি ? আমি ত কখনও মাথা তুলি নাই, আমিত কখনও তৃষ্ণাতুরকে জল দিতে কৃপণত। প্রকাশ করি নাই ; তবে আমার এদশা ঘটে কেন ? আপনার চিরশত্রু জরাসন্ধ আমার তীরে রাজধানী করেছিল বলিয়াই কি এ দশ ঘটিয়াছে ? সেই পাপে কি ছত্রিশ জেতে ট্রেণে উঠে আমার বুকের উপর দিয়া যাতায়াত করিতেছে ? আপনি জিজ্ঞাসা করিলেন “তোমার শরীরে রক্ত কেন ?” শরীরের আর অপরাধ কি অষ্টপ্রহর রেলের চাকায় শরীর ক্ষতবিক্ষত হইলে শরীরের ভিতরের কি আর রক্ত থাকে ? আপনি স্ব ইচ্ছায় বলির দ্বারে রুদ্ধ হন, আমি অনিচ্ছায় ইংরাজ-দ্বারে কি কারণে রুদ্ধ হই ? বিধাতা ভারতভাগ্যে চিরদুঃখ লিখেছেন লিখুন,—সে চিরদিন পরাধান থাকে থাকৃ, আমরা ভারতের নদী নালা, আমরা কেন কষ্ট পাই ? আমরা কেন পরাধীনতা-শৃঙ্খলে আবদ্ধ হয়ে রাত দিন কেঁদে মরি ? ভারতের নদটী পৰ্য্যন্ত কি স্বাধীনতামুখে বঞ্চিত থাকৃবে ? দেব ! ইংরাজেরা আমার কি দুর্দশ করেছে দেখুন। তাহারা আমাকে বন্ধন করে, আমার শরীর ক্ষত বিক্ষত করেও ক্ষান্ত নহে, আবার কৌতুক-কারণ পোলটী পৰ্য্যস্ত রক্তবর্ণের করিয়াছে। আমার ভাগ্যে বিধাতা কতক দেব ও কতক মমুন্যভাব সংগঠন ক’রে বাদ সাধিয়াছেন । তিনি যদি আমাকে সমস্ত দেবভাব দিতেন,— এত কষ্ট সহ করিতাম না। আর যদি সমস্তই মনুষ্যভাব দিতেন, এতদিন মৃত্যু হইত ; সকল দুঃখ এড়াইতাম। আপনি তাহার দেখা পেলে বলবেন, শোণ র্তার শ্ৰীচরণে এমন কি অপরাধ করেছে যে, তার অদৃষ্টে এত দুঃখ । বরুণ। শোণ ! তুমি বিধাতাকে দোষী করে না। শোণ ! ঐ চেয়ে দেখ—সামান্ত বেশে বৃদ্ধ বিধাতা তোমার কুলে দণ্ডায়মান। ঐ চেয়ে দেখ—দীন-বেশে স্বর্গের অধিরাজ উপস্থিত। আর এই দেখ–আমি