পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/২৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>Qb〜 দেবগণের মর্ত্যে আগমন তোমাদের অধিপতি স্বয়ং বর্তমান । বৎস! আজ আমাদের এ অবস্থা কেন ? যে ভারত দেবগণের বিলাস-ভবন, যে ভারতে দেবতারা ক্ষণে ক্ষণে আসিয়া রঙ্গ দেখিতেন, যে ভারতে মহর্ষি নারদ ঢেকী আরোহণে অহোরাত্র পরিভ্রমণ করিয়া স্বর্গে টেলিগ্রাফের ন্তায় সংবাদ যোগাইতেন, আজ সেই ভারতে আমরা কে—তুমি বিবেচনা কর। আজ আমাদের এ বেশ—-এ চোরের স্থায় বেশ দেখে কি দেবতা ব’লে বিশ্বাস হয় ? শোণ ! যে দেবতারা কটাক্ষে সকল করিতে পারেন, আজ দেখ—সেই দেবতারা প্যাসেঞ্জার ট্রেণে থার্ড ক্লাশে কলিকাতা দেখিতে যাইতেছেন। কেন ? ইহঁদের কি অর্থাভাব, তাই এ ভাবে যাইতেছেন ? তা নয় ; ফাষ্ট ক্লাশে যাইলে পাছে ইংরাজের ঘুসি খেতে হয়, এই আশঙ্কা । এই সময় বংশীধ্বনি করিতে করিতে একখানি এঞ্জিন ( কল ) নক্ষত্রবেগে ছুটে আসিতেছে দেখিয়া দেবগণ দ্রুত গিয়া ট্রেণে উঠিলেন। কলখানি উপস্থিত হইয়াই “গপাৎ” শব্দে ট্রেণ থানাকে গেথে নিয়ে “ছপাছপ গুপাণ্ডপ” শব্দে ছুটিতে লাগিল । 哆 বরুণ কহিলেন, “ঐ যা ! ঠাকুরদাদার তামাক খাবার তোজদান বন্দুক শোণকে দিয়ে আসতে ভুলে এলাম । বাপ ! সমস্ত পথটা কেবল ‘তামাক রে, কন্ধে রে, নল রে” ক’রে জালাতন করে মেরেছেন।” ব্ৰহ্মা। কেন বরুণ ! শোণকে আমার তামাক খাবার যন্ত্র তন্ত্রগুলি দিতে চাচ্ছ ? বরুণ। যাচ্চেন কোথায় জানেন না ? এ সব সভ্য দেশ, এর ঘন ঘন তামাক খেলে বড় চটে । ব্ৰহ্মা। দেখ বরুণ! সভ্যেরা আমার ঘন ঘন তামাক খাওয়া দেখে চটেন চট্বেন। কি ক’রূবে ভাই,—হাত নাই! যখন আমি আহাম্মুকি ক’রে ও ছাই ভস্ম স্বষ্টি ক’রে ফেলেছি, তখন আমাকে এক ছিলিমের স্থানে বিশ ছিলিম পোড়াতে হবে। এতে নিন্দ হয় নাচার ।