পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৩০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মিরজাপুর SVII পুত্রেরা এসব মিথ্যা বলে উড়িয়ে দেয়, কেবল কতকগুলি বিধবা মেয়ের দ্বার সময়ে সময়ে উপকার হইয় থাকে। - এই সময় পাশের ঘর হইতে বামাকণ্ঠনিঃস্বত সঙ্গীতধ্বনি দেবগণের কর্ণে প্রবেশ করিল"। পিতামহ তৎশ্রবণে কহিলেন, “বরুণ! এখানেও আছে ?” বরুণ। কি আছে ? ব্ৰহ্মা । খারাপ স্ত্রীলোক । বরুণ। আপনি খারাপ স্ত্রীলোক ব’লে ভয়ে আড়ষ্ট হ’লেন । আজকাল পৃথিবীর সৰ্ব্বত্রই খারাপ স্ত্রীলোক দেখিতে পাওয়া যায়। অতএব বেণ্ডার নিকট দিয়া যাইলে পাপ হয়, যে নগরে বেস্তা থাকে তথায় বাস করিলে পাপ হয়, এত বিচার ক’রে চলতে হ’লে আর মর্ত্যে আগমন হয় না। ব্ৰহ্মা । স্বর্গে গিয়ে চান্দ্রায়ণ করবো । বরুণ । সেই ভাল । । পরদিন প্রাতে উঠিয়া দেবগণ ফন্তুনদীতে স্নান করিতে চলিলেন। ঘাটে নামিয়া দেখেন—অসংখ্য নাপিত বসিয়া আছে। বুনো নারিকেল, তুলসী ও তিল এবং যবের ছাতুর সারি সারি দোকান বসিয়াছে। অসংখ্য শূকর ফ্রস্তুতরে বেড়াইতেছে। উপস্থিত হইয়া ইন্দ্ৰ কহিলেন “বরুণ ! ফশ্বনী অস্তঃসলিলা বহিতেছে কেন ?” বরুণ। খ্রীরামচন্দ্র বনগমন—কালে এই নদীর পরপারস্থিত বর্তমান সীতাকুণ্ড নামক স্থানে সীতাকে রাখিয়া লক্ষ্মণসহ ফল অন্বেষণে গমন করেন । তাহাদের অনুপস্থিতিকালে রাজা দশরথ আসিয়া সীতার নিকটে পিও চান। সীতা গৃহে কোন দ্রব্যাদি না থাকায় কি দিয়া পিও দিবেন ভাবিয়া অস্থির হইলে মৃত রাজা তাহাকে বালির পিণ্ড দিতে কহেন। যে স্থান হইতে সীতা বালি লইয়া পিও প্রদান করেন, সেই স্থানকে এক্ষণে সীতাকুণ্ড কহে। ঐ সীতাকুওে অদ্যাপি রাম, লক্ষ্মণ ও সাঁতার প্রতিমূৰ্ত্তি আছে। রামচন্দ্র লক্ষ্মণসহ প্রত্যাগমন করিলে সীতা এই ঘটনা তাহাদিগকে