›ዓ\) দেবগণের মর্ত্যে আগমন বাসের উপযোগী করিয়া সৃষ্টি করিয়াছি এবং সোণ ব্যাং নামক যে ভেকসম্প্রদায়সচরাচর জলে বাস করিতে ভালবাসে, তাহাদিগকে আত্মরক্ষার জন্য যথেষ্ট লম্ফনশক্তিও প্রদান করিয়াছি ; কিন্তু নিজের মৃত্যুর জন্য যদি সকল ভেকই জলে বাস করে, তাহাতে আমার দোষ কি ? দেখ, আমি আমার প্রিয় মনুষ্যগণকেও নিরাপদ করিয়া স্বষ্টি করি নাই । আমি তাহাদেরও দেহমধ্যে আশীবিষসদৃশ অনেকগুলি বিষাক্ত রিপু প্রদান করিয়াছি । আমার মানুষের। যদি নিজ দোষে সেই রিপুদংশনে প্রাণে মরে, তাহাতে আমার দোষ কি ? এখান হইতে দেবগণ কঙ্করবাগ দেখিতে যান। এই উদ্যানে ব্যাঘ্ৰ, ভল্লুক প্রভৃতি কয়েকট পশু, এবং জলাশয়ে একজাতীয় রক্তবর্ণের মৎস্ত ভাসিয়া বেড়াইতেছে । দেবগণ বাগানটি দেখিয়া বিশেষ আনন্দামুভব করিলেন । এখান হইতে যাইতে যাইতে ব্ৰহ্মা একস্থানে উপস্থিত হইয়৷ কহিলেন, “বরুণ ! সম্মুখে ওটা কি ?” বরুণ । জেলখানা অর্থাৎ ইংরাজ-রাজের কৃত নরক । পাপীরা যেরূপ পাপ করে, তাহাদের সেইরূপ সাজ। এই নরকেই হয়। পাপের তারতম্য অনুসারে কেহ নরকে বসিয়া পাথর ভাঙ্গিতেছে, কেহ বা চক্ষে তুলি দিয়া ঘানিকলে তৈল বাহির করিতেছে । নারা ; এখানে একবার, যমালয়ে একবার, দুইবার করিয়৷ কি পাপীদিগের দও হয় ? বরুণ। না ভাই ! এইখানেই পাপ-পুণ্যের সাজা হয়। তবে যাহারা অর্থাদি ঘুম দিয়া পাপ হইতে এড়াইয়া যায়, তাহাদেরই দণ্ড যমালয়ে হইয়া থাকে। পিতামহ । ওদিকে দেখুন ডাকবাঙ্গাল । আমাদের মত পথিক সাহেবরা ঐ স্থানে আসিয়া বাস করে। পয়সা ব্যয় করিলে তাহার উপযুক্ত শয্যা, আহার এবং গৃহাদি প্রাপ্ত হয়। নারা । বাঙ্গালীদের ডাক-বাঙ্গালা আছে ?
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৩১৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।