পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৩১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

›ዓ\) দেবগণের মর্ত্যে আগমন বাসের উপযোগী করিয়া সৃষ্টি করিয়াছি এবং সোণ ব্যাং নামক যে ভেকসম্প্রদায়সচরাচর জলে বাস করিতে ভালবাসে, তাহাদিগকে আত্মরক্ষার জন্য যথেষ্ট লম্ফনশক্তিও প্রদান করিয়াছি ; কিন্তু নিজের মৃত্যুর জন্য যদি সকল ভেকই জলে বাস করে, তাহাতে আমার দোষ কি ? দেখ, আমি আমার প্রিয় মনুষ্যগণকেও নিরাপদ করিয়া স্বষ্টি করি নাই । আমি তাহাদেরও দেহমধ্যে আশীবিষসদৃশ অনেকগুলি বিষাক্ত রিপু প্রদান করিয়াছি । আমার মানুষের। যদি নিজ দোষে সেই রিপুদংশনে প্রাণে মরে, তাহাতে আমার দোষ কি ? এখান হইতে দেবগণ কঙ্করবাগ দেখিতে যান। এই উদ্যানে ব্যাঘ্ৰ, ভল্লুক প্রভৃতি কয়েকট পশু, এবং জলাশয়ে একজাতীয় রক্তবর্ণের মৎস্ত ভাসিয়া বেড়াইতেছে । দেবগণ বাগানটি দেখিয়া বিশেষ আনন্দামুভব করিলেন । এখান হইতে যাইতে যাইতে ব্ৰহ্মা একস্থানে উপস্থিত হইয়৷ কহিলেন, “বরুণ ! সম্মুখে ওটা কি ?” বরুণ । জেলখানা অর্থাৎ ইংরাজ-রাজের কৃত নরক । পাপীরা যেরূপ পাপ করে, তাহাদের সেইরূপ সাজ। এই নরকেই হয়। পাপের তারতম্য অনুসারে কেহ নরকে বসিয়া পাথর ভাঙ্গিতেছে, কেহ বা চক্ষে তুলি দিয়া ঘানিকলে তৈল বাহির করিতেছে । নারা ; এখানে একবার, যমালয়ে একবার, দুইবার করিয়৷ কি পাপীদিগের দও হয় ? বরুণ। না ভাই ! এইখানেই পাপ-পুণ্যের সাজা হয়। তবে যাহারা অর্থাদি ঘুম দিয়া পাপ হইতে এড়াইয়া যায়, তাহাদেরই দণ্ড যমালয়ে হইয়া থাকে। পিতামহ । ওদিকে দেখুন ডাকবাঙ্গাল । আমাদের মত পথিক সাহেবরা ঐ স্থানে আসিয়া বাস করে। পয়সা ব্যয় করিলে তাহার উপযুক্ত শয্যা, আহার এবং গৃহাদি প্রাপ্ত হয়। নারা । বাঙ্গালীদের ডাক-বাঙ্গালা আছে ?