পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৩১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পাটনা >ዓማ বরুণ। আছে বই কি ! তাহাদের যেমন পোড়া কপাল, তেমনি ডাক-বাঙ্গালার নাম হ’চ্চে হোটেল । থানা—পোড়া ভাত। শয্যা,— ছেড়া চট। ওদিকে ব্যাঙ্ক, ঐখানে টাকার বিনিময়ে কাগজ বিলি হয়। সম্মুখে কমিশনারের কাছারি ও ডাকঘর। আর ওদিকে ঐ অত্যুচ্চ গোলঘর দেখা যাইতেছে । ব্ৰহ্মা । উঃ গোলাঘরটা ত কম উচু নয় । চল দেখে আসি । দেবতারা গোলাঘরের সন্নিকটে যাইয়া উপস্থিত হইলে বরুণ কহিলেন, *এই গোলাঘরের অপর নাম গাষ্টিন্স ফলি । বেহার প্রদেশে বহুকাল ব্যাপিয়া দুর্ভিক্ষ হয় বলিয়া শস্ত সঞ্চয় করিয়া রাখিবার জন্য গাষ্টিন্স সাহেব বহু অর্থ ব্যয়ে ১৮৮৪ অব্দে এই গৃহটী নিৰ্ম্মাণ করান। প্রচুর অর্থব্যয়ে নিৰ্ম্মাণ করা হয় অথচ কোন কাজে আসে না, এই জন্ত লোকে ইহাকে গাষ্টিন্স ফলি অর্থাৎ গাষ্টিন্সের নির্বদ্ধিত কহিয়া থাকে। ইহা ১১০ ফুট উচ্চ। উপরে উঠিবার জু) ১৪০ট ধাপ-বিশিষ্ট সিড়ি আছে । নেপালের রাজমন্ত্রী জঙ বাহাদুর এক সময় অশ্বারোহণে ঐ সিড়ি দিয়া উপরে উঠিয়াছিলেন দেখিয়া লোকের চক্ষুস্থির হইয়াছিল । অনেকে ঐ সিড়ি দিয়৷ উপরে উঠিয়া নগরের শোভা সন্দর্শন করিয়া থাকে। গৃহমধ্যে যথেষ্ট স্থান আছে। এত স্থান আছে যে, লক্ষ লক্ষ মণ শস্ত সঞ্চয় করিয়া রাখা যাইতে পারে।” ইন্দ্র। এক্ষণে ইহার মধ্যে কত মণ আন্দাজ শস্ত আছে ? বরুণ। এক্ষণে আর উহাতে শস্ত্যাদি থাকে না, ইহা একটী রহস্ত দেখিবার গৃহ । ইহার মধ্যে একবার কোন কথা কহিলে কিংবা শব্দ করিলে দশবার প্রতিধ্বনি হইয়া থাকে । “দ্য বল কি?” বলিয়া দেবগণ গৃহমধ্যে প্রবেশ করিলেন এবং নারায়ণ একবার এ কোণে একবার ও কোণে যাইয়া “ভু” “ভু” শব্দে চীৎকার আরম্ভ করিলেন ।