দেবগণের মর্ত্যে আগমন -לף כי দেবগণ ইহার পর কালেক্টরি, গভর্ণমেণ্ট টেলিগ্রাফ আফিস, পুলিস ও বিলিয়ার্ড রুম দেখিয়া জজ আফিসের সন্নিকটস্থ বাবাজীদিগের একটী মঠে উপস্থিত হইলেন। বরুণ কহিলেন, “পিতামহ ! দেখুন, গৃহমধ্যে কত দেবমূৰ্ত্তি রহিয়াছে। বৎসর বৎসর এখান হইতে একখানি রথও চলিয়া থাকে। ওদিকে দেখুন আফিঙের এজেণ্ট আফিস ।” ইন্দ্র । এজেণ্ট আফিসে কি কাজ হয় । বরুণ । ঐ বিষ এদেশে কত প্রস্তুত হইল এবং চীন দেশের সর্বনাশ জন্ত কত প্রেরিত হইয়াছে এবং তহবিলেই বা কত মজুত আছে, আর এদেশীয়েরাই বা কি পরিমাণে ভক্ষণ করিয়াছে, তাহার আয় ব্যয়ের হিসাব রাখা হয়। এই সময়ে এক বাঙ্গালী বাবুকে বগী হাকাইয়া যাইতে দেখিয়া নারায়ণ কহিলেন, “বরুণ ! ও বাবুট কে ?” বরুণ। উনি একজন সুশিক্ষিত কৃতবিদ্য বাবু। পাটনার সকলেই উহাকে চেনেন । শাগুড়েবাবু বলিলে না চেনে, এমন লোক এখানে খুব কম আছে । * ইন্দ্র। শাগুড়েবাবু কি ? বরুণ। বাবুর ত্রিসংসারে কোন স্ত্রীলোক অভিভাবক ছিল না । এজন্ত পরিবার কিরূপে বিদেশে একাকিনী থাকিবেন ভাবিয়া তাহার বিধবা মাতাকে আনিয়া সংসারভুক্ত করেন এবং তাহাকে মাতৃসম্বোধন করিয়া যথেষ্ট শ্রদ্ধা ভক্তি দেখান । কিছুদিন পরে বিধবা শাশুড়ী সস্তান প্রসব করিয়া বসিলেন । ব্ৰহ্মা। ছি! ছি! পাটনা, তুমি বাঙ্গালীর জন্য ধ্বংস হ’তে বসেছ! ইন্দ্র। কুলাঙ্গারের বাঙ্গালা পরিত্যাগ করিয়া এখানে আসে কেন ? বরুণ । পেটের জ্বালায় । ব্ৰহ্মা। যমালয়ে কি এ সব পাপীর জন্ত কোন নরক আছে ? “আজ্ঞে না” বলিয়া দেবরাজ নিজ নোটবুকে লিখিয়া লইলেন।
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৩১৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।