পাটনা >ዓ› এখান হইতে কিছুদূর যাইয়া বরুণ কহিলেন, “পিতামহ ! টেম্পল মেডিকেল স্কুল দেখুন।” - ব্ৰহ্মা । ওখানে কি হয় ? বরুণ । বেহারবাসীদিগের সস্তানগণকে ইংরাজী চিকিৎসাশাস্ত্র শিক্ষণ দিয়া ডাক্তার করা হয় । ইন্দ্র । ইংরাজী চিকিৎসায় কি এদেশীয় লোকের কোন উপকার দর্শে ? বরুণ । অস্ত্র-চিকিৎসায় উপকার দর্শে বটে, কিন্তু অন্তান্ত রোগে তাদৃশ উপকার দেখা যায় না। তবে দুই চারিদিনের জন্ত রোগটাকে দমন করিয়া রাখে মাত্র । ব্ৰহ্মা। ইহা দেখিয়াও কি ভারতবাসীরা ইংরাজী চিকিৎসার আদর করে ? বরুণ। যথেষ্ট। এত আদর করে যে, বোধ হয় সত্বরেই দেশীয় চিকিৎসাবিদ্যার লোপ হইবে । ব্ৰহ্মা। ইংরাজী চিকিৎসার সমাদর করিয়া দেখিতেছি আমার মানুষের অকালে মৃত্যুকে ডাকিয়া আনিবে। নারা । বরুণ । ওদিকে ও অত্যুচ্চ বাড়ীটা কি ? বরুণ। পাটনা কলেজ । ক্রমে দেবগণ কলেজের সন্নিকটে যাইয়া উপস্থিত হইলেন। দেখেন— প্রত্যেক গৃহে বালকগণ শ্রেণীবদ্ধ হইয়া বসিয়া অধ্যয়ন করিতেছে। দুই চারিট হিন্দুস্থানী বালকের মধ্যে এক একটা বাঙ্গালী বালক বসিয়া আছে। বালকগণের মধ্যস্থলে চেয়ারের উপর হিন্দুস্থানী শিক্ষক বিরাজমান। তাহার গাত্রের চাপকান গাত্রের সহিত এবং পাজামা পায়ের সহিত এরূপভাবে সংলগ্ন হইয়া আছে যে, দেখিলে বোধ হয় দরজীতে কাপড় চুরা করিবে এই আশঙ্কায় গাত্রের মাপ দিয়াই ঐপ্রকার সেলাই করান হইয়াছিল অথবা মহাবীর কর্ণের দ্যায় স্বৰ্য্যপ্রদত্ত বৰ্ম্ম সহিতই মাতৃগর্ভ হইতে ভূমিষ্ঠ হইয়াছিলেন।
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৩১৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।