পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৩২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পাটনা Ᏹbr> দেবগণ গুদামঘরে প্রবেশ করিয়া চাহিয়া দেখেন—কাটরায় তাল তাল আফিং সাজান রহিয়াছে। একটা গৃহে বাস্পযোগে একখানি করাতকল ঘুরিয়া খান খান শব্দে পুরু পুরু কাষ্ঠগুলি নিমেষ মধ্যে চিরিয়া তক্তা প্রস্তুত করিয়া দিতেছে । ব্ৰহ্মা। বরুণ ! এক ব্যক্তি অপর ব্যক্তির প্রাণ নষ্ট করিলে ইংরাজরাজ কি দণ্ড করেন ? বরুণ । তাহার ফাসী হয় । ব্ৰহ্মা। বিষ খাওয়াইয়া মারিলে ? বরুণ । তাহাতেও ফাসী হয় । ব্ৰহ্মা । তবে নিজ হস্তে কি বলে প্রজাকে বিষ খাওয়াচ্চেন ? বরুণ। এতে আয় বিস্তর। , ব্ৰহ্মা। ছিঃ ! আয় কি অন্ত উপায়ে হইতে পারে না ? প্রজার উপকারার্থ না হয় এ আয় পরিত্যাগই ক’ল্লেন ! দেখ, প্রজার হিত করাই রাজার প্রধান ধৰ্ম্ম । ইংরাজরাজ বিধিমত প্রকারে প্রজার হিত ক’চ্চেন সত্য, কিন্তু এ কাজটী ত ভাই হিতের কাজ নয়। * নারা । আপনি সমস্ত পথ ব’লে এসেছেন—পাটনায় আফিং সস্তা ; কিছু বেশী ক’রে লউন। - বরুণ । চারি ভরির বেশী ত বিন লাইসেন্সে বিক্রয় করিবে না । ইন্দ্র । ফ্ল্যা ! এদিকে ত ভাল ! ব্ৰহ্মা । ভাল কিসে ? প্রত্যহ যদি এক ব্যক্তি চারি ভরি ক’রে কিনে খায়, রাজার কি তাতে কোন বারণ আছে ? নারী । পিতামহ ! এ ছাই আফিং কেন স্বষ্টি করেছিলেন ? ব্ৰহ্মা । আমি আফিং স্বষ্টি করি নাই, তবে আফিংয়ের বৃক্ষের স্বষ্টি এক্ষণে গবর্ণমেণ্ট ভারতবর্ষে আফিমের চাষ সংযত করিবার আদেশ কবিয়াছেন। সম্পাদক ।