পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৩২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>bు ఇ দেবগণের মর্ত্যে আগমন করিয়াছি বটে। তখন কি জানিতাম যে, আমার মনুষ্যেরা পরিশ্রম করিয়া কোন বৃক্ষের ফুলের আঠায় বিষাক্ত আফিং প্রস্তুত হয় আবিষ্কার করিবে ও সেই বিষ বেশী মাত্রায় খাইয়া উৎসর যাইবে ? এরূপ জানিলে আমি কখনই অহিফেনের বৃক্ষের স্বষ্টি করি তাম না। এখান হইতে দেবতারা পাটনদেবীর মন্দির দেখিতে চলিলেন। ইনি কালীমূৰ্ত্তি—সামান্ত একটী মন্দিরমধ্যে আছেন। বরুণ কহিলেন “পিতামহ ! ইহঁরই নাম হইতে পাটনা নাম হইয়াছে । বেতিয়ার মহারাজ এই বাড়ীট প্রস্তুত করিয়া দিয়াছেন।” ইন্দ্র। বরুণ ! ওটা কি ? বরুণ | এমামবাড়ী । নারা । কত এমামবাড়ী ? বরুণ। মুসলমান সহর, বেশী এমামবাড়ী হইবে না ? এই সমৰ এক বৃদ্ধ মুসলমান যষ্টিহস্তে কঁাপিতে কঁাপিতে আসিয়া ব্ৰহ্মাকে কহিল “চাচা । সেলাম গে৷ ” ব্ৰহ্মা। কে তুমি ? মুসলমান। আজ্ঞে, তুমিও যে, আমিও সে । তুমি হিদুর দেবতা ব্ৰহ্মা, আমি মুসলমান-দেবতা পীর পয়গম্বর । নারা । তোমার এ দশা কেন ? পয়গম্বর । তোমাদেরও যেই দশা, আমারও সেই দশা । দেখ, তোমরা এক সময় এই পাটনায় কত সমাদরের সহিত পূজা পাইয়াছ, আর আজ সামান্ত বেশে পাটনার রাস্তায় রাস্তায় ফ্যা ফ্যা ক’রে ঘুরে বেড়াচ্ছ। আমিও এক দিন এখানে যথেষ্ট পূজা পেয়েছি। আর আজ সামান্ত বেশে কবর হাতড়ে বেড়াচ্চি। তবে তোমাদের অপেক্ষ আমি অনেকটা সুখী । কারণ তুমি তোমাদের নন, চন্দ্রগুপ্ত প্রভৃতি যে কোথায় হ’ল আর কোন স্থানেই বা মোলো তার কোন চিহ্নও দেখিতে পাইতেছ না ; আমি কবর