পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৩২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পাটনা >bペー) হাতড়ে তবু জান্তে পাচ্ছি “অমুক, অমুক কবরে চিরনিদ্রায় অভিভূত আছেন ।” - নারা । পয়গম্বর, সুখী কে ? পয়গ । যীশু । ব্ৰহ্মা। দেখ পয়গম্বর ! অপরের মুখ দেখে তোমার দুঃখ করা উচিত নহে । দেব দানব মনুষ্য প্রভৃতি কেহই চির মুখ ভোগ করিতে পায় না। আমাদের সুখের দিন অতীত হইয়া আজ যীশুর সুখের দিন উপস্থিত । তাহারমুখ দেখে দুঃখ করা দেবোচিত কাৰ্য্য নহে । এখান হইতে দেবগণ একট চকের মধ্যে যাইয়া দেখেন—প্রত্যেক দোকানেই কাষ্ঠের খেলান ও কোঁটা প্রস্তুত হইয়া বিক্রয় হইতেছে। র্তাহার একটী দাতব্য চিকিৎসালয়ের সন্নিকটস্থ গির্জার নিকট উপস্থিত হইলেন এবং তথা হইতে সকলে রামনারায়ণের কেল্লা দেখিতে চলিলেন। উপস্থিত হইয়া বরুণ কহিলেন “দেখ দেবরাজ ! ইহাকেই লোকে রামনারায়ণের কেল্লা কহে । এই কেল্লা-মধ্যে এক সময়ে নবাব মিরকাসিমের আজ্ঞায় সমরু কর্তৃক ১৫০ জন ইংরাজ হত্যা হইয়াছিল। এস্থান হইতে প্রায় অৰ্দ্ধ ক্রোশ দূরে ইংরাজদিগের পুরাতন কবরস্থান। ঐ স্থানে সাদা ও কাল পাথরে নিৰ্ম্মিত ১৩০ ফুট উচ্চ একটা স্তম্ভ আছে।” এখান হইতে সকলে মারুগঞ্জের মধ্যে গিয়া দেখেন নানাস্থান হইতে নানাপ্রকার শস্ত বোঝাই গো-শকট সকল আসিয়া উপস্থিত হইতেছে। প্রত্যেক দোকানঘরে লবণ, ছোলা, মসিন এবং জনার পর্বতাকারে সাজান রহিয়াছে। বরুণ কহিলেন “পিতামহ ! এই স্থানের নাম মারগঞ্জ । পাটনার মধ্যে মারুগঞ্জই প্রসিদ্ধ বাণিজ্যের স্থান ।” ইন্দ্র। বরুণ ! পাটনার যাবতীয় গৃহই প্রায় কাষ্ঠ নিৰ্ম্মিত কেন ? আর কি কারণেই বা গৃহাদিতে গবাক্ষাদি দৃষ্ট হইতেছে না ? বরুণ। এখানে কাষ্ঠ খুব সস্তা, এজন্য প্রত্যেক বাড়ীই কাষ্ঠে