>b-8 দেবগণের মর্ত্যে আগমন নিৰ্ম্মিত । বেহারবাসীর নিতান্ত অসভ্য বলিয়াই গৃহে জানালাদি রাখে না। কিসে স্বাস্থ্যরক্ষা হয়, ইহারা তাহ জানে না । ইহার মিউনিসিপাল ট্যাক্স দেয়, অথচ এমন অসভ্য যে, সে ট্যাক্স কেন দেওয়া হয়, তার অর্থ পর্য্যন্ত অবগত নহে । আমি আপনাদিগকে পাটনার কোন গলির মধ্যে লইয়। যাইতে সাহস করিতেছি না ; কি জানি পাছে পচা গন্ধে বর্মী করিয়া বসেন। পাটনার লোক এমন নিৰ্ব্বোধ যে, মিউনিসিপ্যালিটির নিকট নিজ দুঃখ জানাইয়। সে দুঃখ দূর করিয়া লইবারও চেষ্টা করে না । এখান হইতে কিছু দূরে যাইয়া ইন্দ্র কছিলেন “বরুণ! সম্মুখে ও মন্দিরটি কি ?” বরুণ। উহার নাম হরমন্দির । এই মন্দিরটা রণজিৎ সিংহ নিৰ্ম্মাণ করান। মন্দিরমধ্যে গুরুগোবিন্দের পাতুকা ও গ্রন্থ আছে । তাহার ভক্তমাত্রেই সেই গ্রন্থ পাঠে অধিকারী । ইন্দ্র । গুরুগোবিন্দ কে ? বরুণ । ইনি শিখদিগের একজন গুরু। শিখের তাহার নিকটে ধৰ্ম্মেপদেশ ও তৎসহ যুদ্ধবিদ্যা শিক্ষা করে । গুরুগোবিন্দ পাটনা নগরেই জন্মগ্রহণ করেন । র্তাহার ইচ্ছা ছিল, মুসলমানধৰ্ম্মের উচ্ছেদ করিবেন। এখান হইতে দেবগণ ষ্টেশনে যাইয়া উপস্থিত হক্টলে বরুণ কহিলেন “পিতামহ । দানাপুর দেখিবেন কি ?” ব্ৰহ্মা । সেখানে কি আছে ? বরুণ। দানাপুরেই ইংরাজদিগের সৈন্তশালী । তথাকার বারিক বড় বিখ্যাত। ঐ স্থানে অনেক চামার বাস করে। তাহারা “দানাপুরে জুতা” নামে একপ্রকার জুতা প্রস্তুত করে । ব্ৰহ্ম । না ভাই, কলিকাতায় নিয়ে চল। নারা । বরুণ ! এবার আমরা কোথায় গিয়া বিশ্রাম লইব ? বরুণ । জামালপুরে। ঐ স্থানে রেলওয়ের অনেকগুলি আফিস আছে ।
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৩২৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।