পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৩২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পাটন। >b-(r এই সময়ে টিকিট দিবার ঘণ্টা দেওয়ায় দেবতারা যাইয়া টিকিট লইলেন ও একখানি ট্রেণে উঠিয়া বসিলেন। ট্রেণ হপ হপ শব্দে ছুটিতে লাগিল । ইন্দ্র। বরুণ পাটনার কোন দ্রব্য ভাল ? বরুণ। পাটনার কুল ও দাড়িম বড় বিখ্যাত । এদিকে ট্রেণ কয়েকটা ষ্টেশন অতিক্রম করিয়া বাড়ে আসিয়া উপস্থিত হইল। ব্ৰহ্মা কহিলেন “বরুণ ! এ সুন্দর ষ্টেশনটর নাম কি ?” বরুণ। এ স্থানের নাম বাড়, বাড় একটী বিখ্যাত বাণিজ্যের স্থান। এখানে অসংখ্য চামেলি ও বেল ফুলের বাগান আছে। এই খানেই বিখ্যাত ফুলের তৈল প্রস্তুত হইয়া থাকে। এই স্থানের সীমা হইতে ত্রিহুত রাজ্য আরম্ভ হইয়াছে। ঐ ত্রিহুত রাজ্যের প্রাচীন নাম মিথিলা । মিথিলায় জনক রাজার রাজধানী ছিল। অদ্যাপি প্রতিবৎসর রামনবমীতে তথায় একটা করিয়া মেলা হইয়া থাকে । ইন্দ্র। মিথিলা এখান’হইতে কতদূর হইবে ? বরুণ। বাড়ঘাট ষ্টেশন হইতে পঞ্চাশ মাইল দূরে মজঃফরপুর। মজঃফরপুর হইতে মিথিলা চারি পাঁচ দিনের রাস্ত । নারা। বরুণ! জামালপুর আর কতদূর ? গাড়ীখানাকে হাকিয়ে নিয়ে যাচ্ছে না কেন ? এদিকে ট্রেণ “হুপান্থপ” শব্দে বাড় পরিত্যাগ করিয়া মোকামা ষ্টেশনে আসিয়া উপস্থিত হইল । দেবগণ কর্ডলাইন পরিত্যাগ করিয়া লুপ লাইনে আসিবেন, এজন্তে সে ট্রেণ পরিত্যাগ করিয়া অপর ট্রেণে উঠিয়া বসিলেন । র্তাহারা যে কামরায় বসিয়াছিলেন, তাহাতে তখন সৰ্ব্বশুদ্ধ বারো জন লোক ছিল। একটা বাঙ্গালী বাবুও ইহঁদের সহিত ছিলেন । বাবুটী পাছে অপর লোক ঐ গাড়ীতে উঠে, এই আশঙ্কায় দ্বারের নিকট দাড়াইয়া “স্থান নাই, স্থান নাই” বলিয়া অপর যাত্ৰাদিগকে বিমুখ করিতেছিলেন। ক্রমে এক বাক