>వ8 দেবগণের মর্ত্যে আগমন হিন্দুসস্তানেরা কি না করিতেছে! আমি দেখিতেছি, আমার স্বষ্টি রাখিবার আর আবশুকতা নাই। চল—স্বর্গে গিয়া ইহার প্রতিবিধান করি।” ইন্দ্র । এ দোকান কাহার ? বরুণ । কলিকাতার প্রসিদ্ধ গৌরমোহন সা নামক এক ব্যক্তির । গৌরমোহন সার নিজ কলিকাতায় এবং অন্তান্ত স্থানে অনেকগুলি দোকান আছে । জামালপুরে এই দোকানট ভিন্ন তাহার কতকগুলি ভাড়াটে বাটী আছে। তন্মধ্যে একটী বাটীর দোতালা আমরা বাসের জন্ত ভাড়া ক’রেছি। নারা । দোকানঘরের পশ্চিমদিকের ও ঘরট কি ? আর উহার ভিতরে ওপ্রকার শব্দ হইতেছে কেন ? বরুণ। ঐ গৃহে পবিত্র সীতাকুণ্ডের জলে শ্বেতশ্নশ্র-বিরাজিত চাচাদের দ্বারা কলে লেমনেড ও সোডাওয়াটার প্রস্তুত হইতেছে। ব্ৰহ্মা । খায় কারা ? বরুণ। ইংরাজ, বাঙ্গালী—যে পায় সেই খায় । উপ। বরুণ কাক ! আমি খাব। - ব্ৰহ্মা। চুপ! নচ্ছার, পাজি। বরুণ । লেমনেডের গুণ কি এবং মূল্য কত ? বরুণ। গুণ—শরীর শীতল করে। বাঙ্গালী বাবুর আচার ব্যবহার— সকল রকমেই ইংরাজের নকল করেন। ইসপগুল—মিছরির পান— বাতাসার জল—এ সবের আর কেহ নাম করে না । দু-আনা চার আনা দিয়ে—ঐ সব স্নেচ্ছের জলগুলো খায় ! ব্ৰহ্মা । দেখ বরুণ ! আমার বাঙ্গালীদের সত্বরেই পতন হবে। ইহারা যেরূপ বিলাসপ্রিয় হইয়াছে, তাহাতে আমি নিশ্চয় বলিতেছি, সত্বরেই ইহাদের পতন হইবে । নচেৎ এক পয়সার ডাব পাকে পুতিয়া রেখে খেয়ে ধাত ঠাও করিবার যে পদ্ধতি আছে, তৎপরিবর্তে স্থা আনা চার আন ব্যয়ে যাবনিক জলপানে অগ্রসর হইবে কেন ? আমি দেখিতেছি,
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৩৩৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।