পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৩৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জামালপুর )$t আমার বাঙ্গালীদিগের সকল বিষয়েই পরিবর্তন ঘটিয়াছে। তার নাগরা জুতা পরিত্যাগ করে বুট, দেশী ধুতি পরিত্যাগ করে বিলাতী, এবং বালাপোসের পরিবর্তে শাল জামিয়ার গায়ে দিতে শিখেছে। যে জাতি অল্প আয়ে এত বাবু হয়, তাদের যে শীঘ্ৰ পতন হবে, তা কি তুমি স্বীকার কর না ? অতীত কালের পরিচ্ছদাদি অপেক্ষ বর্তমান সময়ের পরিচ্ছদ গুলিতে স্বল্প ব্যয়ে বাবু সাজাইতে পারে স্বীকার করি, কিন্তু ভাই কদিন যায় ? অতএব ইহারা যাহা উপার্জন করে, তৎসমুদয় যদি সাজ পোষাকে পৰ্য্যবসিত হয়, ভবিষ্মতের জন্ত সঞ্চয় থাকে কি ? বরুণ। উহার বলে, ঘরে থাই না খাই, তা ত কেহ দেখতে যাচ্চে না । কিন্তু সাজ পোষাকটা সকলেই দেখে থাকে । নারা । উৎসন্ন ষাকৃ! বরুণ। দেখুন পিতামহ ! হিসাবী লোক ইংরাজেরা । যাহাদের রাজত্ৰ থাকে, তাহদের ঐরূপই হয়। বলবো কি,-কি রাজা, কি ভিক্ষুক— সকলেরই পোষাক একরূপ। পোষাকদৃষ্টে কে রাজা, কে চামার-কাহার সাধ্য চিনে লয়! আবার মাগীগুলোও তেমি , কতকগুলো কাকের পালক, বকের পালক মাজায় গুজে দিব্য হেসে খেলে বেড়াচ্চে। আর জামাদের এদের দেখবেন একটু, পরেই ১৫ টাকা বেতনের কেরাণীরা দিব্য চোন ঝুলিয়ে কেরাণীগিরি ক’বৃতে যাবে। তাদের পরিবারদেরও প্রতি বৎসর ১০/১৫ ভরি গয়নার বায়না আছে। এই সময়ে আষ্টায়-আফিসে-যাওয়া কেরাণীবাবুর। পঙ্গপালের মত রাস্তায় আসিয়া উপস্থিত হইল। দেবতার। এক পার্শ্বে সরিয়া দাড়াইলেন এবং নারায়ণ কহিলেন “উঃ বাবা ! এ যে পালকে পাল রে !! - ব্ৰহ্মা। বরুণ! এই পৰ্ব্বতের মধ্যে জামালপুর। এখানে সন্ধান পেয়ে এত বাঙ্গালী কোথা হ’তে জুটিল ? বরুণ। আঙ্গে, আজকাল প্রায় সকল বাঙ্গালীরই লক্ষ্য এক চাকুরী।