পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৩৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R o o দেবগণের মর্ত্যে আগমন, বরুণ । সেখানে গবর্ণমেণ্ট যে কি, তাহ কেহ জানে না, এবং গবর্ণমেন্টের আলো দিবারও আবগুকত হয় না। কারণ, চন্দ্র স্বৰ্য্য সে দিকৃ হতে উদয় হন ; সুতরাং রাত্রি দিন সমান আলো থাকে। আমরা কখন দিন রাত্রি স্বতন্ত্র বলিয়া অনুভব করিতে পারি না এবং স্থানটির এমনি জলের গুণ, ক্ষুধ-তৃষ্ণারও উদ্রেক হয় না । কাশী । আহা ! চমৎকার স্থান ত! ভাল মহাশয়, সেখানে রোগ শোক কেমন ? বরুণ । তথায় রোগ যে কি, তাহ কেহ জানে না এবং অকালমৃত্যু না থাকায় লোকে শোকও তাদৃশ অনুভব করিতে পারে না । তথায় নিরানন্দ নাই, সকলেই আনন্দে ভাসিতেছে। তথায় বৈধব্যযন্ত্রণা নাই, স্ত্রীলোকের আজীবন পতিসহ সুখভোগ করিতেছে। তথাকার লোককে পুত্র-কলত্রের বিরহ-যন্ত্রণা ভোগ করিতে হয় না, এবং ক্রন্দনশব্দের যে কি অর্থ, তাহাও কেহ জানে না । * কাশী । আহা, বড় চমৎকার স্থান ! বড় চমৎকার স্থান ! ! যাইবার রাস্তা ঘাট কেমন ? বরুণ । ঐ একটু অসুবিধা । রাস্তা বড় সহজ কিংবা সুগম নহে ; পথে অনেক ভয় আছে । ঐ পথে যাইতে হইলে পথিকের পদে পদে কণ্টক বিদ্ধ হয়। তদ্ভিন্ন পথে অনেক প্রলোভনের দ্রব্য থাকায় লোভী ব্যক্তিরা এক পদও অগ্রসর হইতে পারে না । কাশী । সেখানকার লোকগুলি কেমন মহাশয় ? সেখানে কি দলাদলি মারামারি আছে ? বরুণ। তথাকার লোকের গুণ বর্ণনাতীত। তথায় হিংসা, দ্বেষ, পরশ্ৰীকাতরতা নাই। সকলেই পরস্পর ভ্রাতৃভাবে বাস করে এবং একজনের কোন বিপদ ঘটিলে দেশস্থ সমস্ত লোকে প্রাণ দিয়া তাহার প্রত্যুপকার করিয়া থাকে। সেখানে দলাদলি কি মারামারি প্রয়োজন হয় না।