জামালপুর ミo> কাশী। সেখানে দেখচি একতা খুব আছে। ভাল, সেখানকার লোকে কি জাতিবিচার করে মহাশয় ? বরুণ । সেখানে বিজাতীয়ের প্রবেশাধিকার নাই । সুতরাং সকলেই একজাতি। একতাই সে স্থানের সুখের মূলীভূত কারণ । কাশী । সেখানে চাকরীর অবস্থা কিরূপ ? বরুণ । সেখানকার অভিধানে চাকর শব্দের উল্লেখ নাই । লোকের আবশুক মত সমস্ত দ্রব্য স্বভাবতঃ আপনা হইতেই প্রচুর পরিমাণে জন্মে বলিয়৷ লোকের চাকরী করিবার প্রয়োজন হয় না । কাশী । সেখানে কি মহাশয়, হিংস্ৰক পশুর কোন উপদ্রব আছে ? বরুণ । সেখানে যাইবার রাস্তায় আছে, স্থানটীতে নাই। অমরপুরে ব্যাঘ্র এবং হরিণ, সর্প ও মুষিক সকলেই সখ্যভাবে ক্রীড়া করিতেছে । কাশী। আপনারা জাতিতে কি মহাশয় ? বরুণ । কেন ? $, কাশী। রাঘব মল্লিক উপকে দেখে মেয়ে দিবার জন্ত পাগল হয়েছেন। নারা। রাঘব বাবু কি তত দূরে মেয়ে পাঠাবেন ? কাশী । তিনি বলেন—দুর অদূর বুঝি না। কোনরূপে মেয়েটকে পাত্রস্থ ক’রে জাতিরক্ষা করতে পারলেই বাচি । হয়েছে কি জানেন মহাশয় । রাঘব বাবু অতি সজ্জন, জাতিতে বৈদ্য, ২৫ টাকা বেতন পান, মেয়ে পাচটি। আজ কা’ল আপনার শুনে থাকিবেন, বৈদ্যের সোণার বেণের উপর টেক্কা দিয়েছে। তারা এত দামে ছেলে বেচে যে, রাঘববাবুর মত সামান্ত লোকের কিনিবার সঙ্গতি নাই । কিন্তু তাহার কন্যার বয়স হয়েছে, বিবাহ না দিয়াই বা কি ক’রে নিশ্চিস্ত থাকেন । সুতরাং প্রতিজ্ঞ করেচেন, একটী পাত্র পেলেই কন্যা দান করবেন, দূর অদূর মানিবেন না। ধরুণ । এখানে এত বৈদ্য আছেন, রাধব বাবু একটী পাত্র জোটাতে পারলেন না ?
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৩৪১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।