পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৩৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఇevు দেবগণের মর্ত্যে আগমন বরুণ। একটায় জানার—সময় হয়েচে,—এল। দ্বিতীয়টায় ব’লে -- *আর বিলম্ব হ’লে ঘরে নেব না ।* নারা। বেতন দিয়ে যেন কিনে রেখেছে। মুখ হাত ধৌত করিয়া দেবগণ নগর ভ্রমণে বহির্গত হইলেন এবং কিছু দূরে যাইয়া রেলওয়ে হাসপাতালের নিকট উপস্থিত হইলে বরুণ কহিলেন “দেবরাজ ! সম্মুখে দেখ—রেলওয়ে দাতব্য চিকিৎসালয়। পূৰ্ব্বে এখান হতে কেরাণীদিগকে বিনামূল্যে ঔষধাদি বিতরণ করা হইত। কিন্তু উহার প্রতিক্ষেপে দেশে গিয়া নুতন নুতন রোগ নিয়ে আসায় কোম্পানি বিরক্ত হয়ে ঔষধ বিতরণ এককালে রহিত করেছেন।” ইন্দ্র । হাসপাতালের ভিতরটা কি প্রকার ? বরুণ। ভিতরে প্রবেশ করতে ভয় করে । বাঘেখেগে, সাপেখেগে৷ মৃতদেহ সকল সচরাচর আমদানী হওয়ায় প্রবেশ মাত্রে বোধ হয় যেন ৫।৬ টা ভূত ঘুরে ঘুরে বেড়াচ্চে। a. উপ। বরুণ কাক ! দেশী না বিলাতী ? বরুণ। দেখ দেখি, এমন ছেলে মানুষকেও চাকরী করতে পাঠায় ? ভূত আবার দেশী না বিলাতী! উপ। দোহাই বরুণ কাকা । বল না ? বরুণ। ভাল বালাই ! ওরে—দেশী বিলাতী দুইরকম ভুতই আছে। উপ। আমি দেখুবো ? বরুণ। কি দেখবি ? উপ। দেশী ভূত ? ব্ৰহ্মা। ব’লতে নাই ; পীড়া না হ’লে কি ভূত দেখে ? কিছু দূর গিয়া বরুণ কহিলেন “দেখুন পিতামহ । সম্মুখের ঐ বাড়াট মেকানিক ইনষ্টিটিউট। ঐ গৃহে রেলওয়ে সাহেৰদিগের নৃত্যগীত হয়। এইটাই রেলও:ে স্তকালয় ।”