পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হরিদ্বার ులి, দুর্গা নাম জপ করিয়া ফুত্র করা হয় নাই। এক্ষণে মন খারাপ হইতেছে, "চল ফিরে যাই ।” নারায়ণ । আমরা উষাতে বাট হইতে বাহির হইয়াছি । উষাকাল না দিন, না রাত্রি । অতএব উত্তম যাত্রা করাই হইয়াছে। আপনি অনর্থক মন খারাপ করিবেন না । বরুণ। হরিদ্বারের দুই দিকে পৰ্ব্বতশ্রেণী, মধ্যে ত্রিধারা হইয়া গঙ্গ প্রবাহিত। ঐ তিন ধার কজ্জ্বলে আসিয়া মিলিয়াছে। পৰ্ব্বতসমূহে অনেকগুলি বাস করিবার উপযুক্ত গুহ আছে। তাহাতে সাধুগণ বাস করিয়া থাকেন। হরিদ্বারে সাধুগণের অনেক মঠ ইত্যাদি আছে, কিন্তু গৃহস্থ কেহ বাস করে না । আমাদের দেবগণ ১লা মাঘু সেই হরিদ্ধারে আসিয়া উপস্থিত হইলেন । একে শীতকাল, তাঙ্গতে পাহাড়ে দেশ ; অতএব পাঠকগণ তথায় কিরূপ শাতের প্রাদুর্ভাব বিবেচনা করিয়া দেখুন। আমাদের দেশে মাঘের শীত বাঘের ভয় যে চলিত কথা আছে, তাহার প্রত্যক্ষ ফল যদি কেহ পরীক্ষা করিতে চাহেন, শীতকালে একবার হরিদ্বার ভ্রমণে গমন করুন। দেবগণ যদিও অনেক শীতবস্ত্র সঙ্গে করিয়া আনিয়াছিলেন, তথাপি বৃদ্ধ ব্ৰহ্মার বিশেষ কষ্ট হইতেছিল । তিনি ঘাইতে যাইতে কহিলেন, “ও বরুণ ! এ কোথায় আন্‌লি ?” 蠟 বরুণ । হরিদ্বার । 態 ব্ৰহ্মা । হরিদ্বার না যমের দ্বার। দেখু দেখি, আমার ঠনঠনের চটতে বরফ উঠছে, আর শীতে হাত পা পেটের মধ্যে প্রবেশ কচ্চে। আগুন কর, না হ’লে মারা যাই । - নারায়ণ ব্ৰহ্মার প্রতি তাকাইয়া বিশেষ দুঃখিত হইলেন এবং কহিলেন, *আপনাকে শীতকালে মর্ত্যে আসিতে কে বলেছিল ?” ব্ৰহ্মা সাধে কি যাচ্চি ? গঙ্গাকে যে বেঁধেছে! :