ミ> o দেবগণের মর্ত্যে আগমন ছাবার কেতাব বেশ প’ড়তে পারে। আপনারা এখানে আছেন, জোগাড় ক’রে একটা কৰ্ম্ম কাজ ক’রে দিতে পারেন ?” কাশী । আপনার গত রাত্রে ব’লেছেন “অমরপুরে চাকরী শব্দের অর্থ কি, তাহ জানে না।” তবে আবার ইহার চাকরা করিবার আবশুক কি ? আজ কা’ল চাকরী করার, বিশেষতঃ কেরাণীগিরি করাও যে মুখ ! যদি কাহারও এক সন্ধ্যা খাইবার সংস্থান থাকে, সে যেন আমার পরামর্শে এ কাজে প্রবৃত্ত না হয়। বরুণ ৷ হয়েচে কি জানেন, এদের সাতপুরুষ এদেশে বাস ক’চে । এ বালকের জন্মও এদেশে ; সুতরাং অমরপুরের জলহাওয়! ওদের সহ হয় না। কাশী । ঐ রোগেই ত মাথা খেয়েছে । আমার নিবাশ মহাশয় বঙ্গদেশের উলা নামক স্থানে । যে বৎসর সেখানে অত্যন্ত মহামারী হয়, আমি সপরিবারে পশ্চিমে পালিয়ে আসি । শেষে এখানে একটী কৰ্ম্মও জুটিয়৷ যায়। অনেক দিন পশ্চিমের জলবায়ু সেবন করে এক্ষণে শরীরটে এমনি হয়েছে যে, দেশে গিয়ে যদি তেরাত্রি বাস করি, নানাপ্রকার রোগ এসে ধরে। যাহা হউক, উপ বাৰু নিতান্ত বালক। এক্ষণে উহাকে কৰ্ম্ম করিতে দিলে আখেরের মাথা খাওয়া হবে । আমার বিবেচনায় আর কিছুদিন পড়ান উচিত। ব্ৰহ্মা । বালক ৰ’লে বালক ! এখনও কুকুর বিড়াল নেবার জন্য আবদার করে । হিন্দুস্থানীরা কি প্রকারে লঙ্কা দিয়ে ছাতু খায়, ছুটে গিয়ে দেখে আসে। উপ তুই কিছু দিন জামালপুর স্কুলে পড়,। উপ। বাবা বলেন “দেখু উপ ! তোকে যে স্থানে কৰ্ম্মের জন্ত পাঠাচ্চি, সেখানে কচি বয়সেই যাওয়া উচিত। কারণ ঐ সরকারে বেতন বুদ্ধির কোন নিয়ম নাই,—কেহ কখন ম’লে কি কৰ্ম্ম পরিত্যাগ করলে ২১ টাকা ভাগযোগ ক’রে দেয় । অতএব বাবা ! তোকে আর দশ
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৩৫০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।