পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৩৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জামালপুর *>> বৎসরের মধ্যে তবু তোর দশ পাঁচ টাকা বেতন বাড়তে পারে। বিশেষতঃ তোর কোষ্ঠীতে লেখা আছে, চুল পাকলেই কৰ্ম্ম যাবে ; সুতরাং অল্প বয়সেই কাজে লাগা উচিত হ’চ্চে। তুই যে কয়েক বৎসর চাকরি ক’বি —তন্মধ্যে দুটা ফঁাড়া আছে। একটী—তোর পিতামহীর শ্রাদ্ধোপলক্ষে যখন ছুটী চাবি, অপরট যখন চুল পাকৃবে। প্রথমটর জন্ত যদি দরখাস্ত না করিস, সে ফীড়া কেটে যাবে।” কাশী। খুব চালাক ছেলে বটে ! ও রেলওয়েতে শাইন ক’তে পারবে। চলুন আপনাদিগকে একবার বাবুর "দ"তে নিয়ে ঘাই । নারা । “দ” কি মহাশয় ? কাশী । “দ” অর্থাৎ অনেক । . আমি আপনাদিগকে এমন স্থানে নিয়ে গিয়ে উপস্থিত করবে যে, এক পাল বাবু দেখতে পাবেন। ঐ বাবুদের মধ্যে যে কেহ মনে ক’রবেন, তৎক্ষণাৎ উপ বাবুর ১৪১৫ টাকা বেতনের একটা কেরাণীগিরি কৰ্ম্ম ক’রে দিতে পারবেন। এই কথায় সম্মত হইয়া দেবতারা উপকে সঙ্গে লইয়৷ কাশী বাবু সহ বাবুর ‘দ’ অভিমুখে যাত্রা করিলেন। ব্ৰহ্মা আর যাইলেন না, বাসায় রহিলেন । দেবতারা বাসা হইতে বহির্গত হইয়াই প্রথমে সাহেবপাড়ায় উপস্থিত হন। র্তাহার দেখেন, সাহেবের বেতের জালতী হাতে লইয়া শিশ দিতে দিতে খেলা করিতে যাইতেছেন। র্ত্যহাদের পশ্চাৎ পশ্চাৎ ক্ষুদ্র ও বৃহদাকারের কুকুরগুলি ছুটিতেছে। কোন সাহেব-বাড়ীতে দেখেন, একখানি জাল টাঙ্গান রহিয়াছে। ৫।১৬টা মেম ও তৎসহ ২৪ জন সাহেব ক্রীড়া করিতেছেন। দেবতারা দেখিতে দেথিতে রেলওয়ে ট্যাঙ্কের ধারে উপস্থিত চষ্টয়া দেখেন, একটা গৃহের মধ্য হইতে ধূম নির্গত হইতেছে এবং গৃহাভ্যস্তর “ইতে “ঝম, ঝম, ঝমাঝম” শব্দ বাহির হইতেছে । উপ। ও ঘরে কি হোচ্চে কাশী বাবু?