জামালপুর ২১৩ আপনাদের গুণ অব্যক্ত, অসীম, এবং অনস্ত। ইহঁার। সকলে এই সমস্ত গুণ শ্রবণেই অদ্য আলাপ করতে এসেছেন।” বাবুরা "হো হো” শব্দে হাসিতে লাগিলেন এবং একজন কহিলেন “মহাশয় । আমরা কোন গুণে গুণী নহি । এখানে কি আপনাদের কোন প্রয়োজন আছে ?” কাশী । ইহঁাদের ইচ্ছ, এই বালকটর এখানে একটু কৰ্ম্ম কাজ হয় । এই কথা শ্রবণে বাবুর “দ” হইতে “অবশু”“অবশু” শব্দের তরঙ্গ উঠিতে লাগিল । ঝিমে গলায়, মোটা গলায়, ভাঙ্গা গলায়, এবং তোতলা কথায় যেন “অবশু অবগু” শব্দের ঢেউ উঠিতে লাগিল । একজন কহিলেন “কেন ন চাকরী হবে, সকলেরই যখন হোচ্চে উহারও হবে । ২৪ বৎসর বাস৷ ক’রে থেকে কোন আফিসে কাজ কৰ্ম্ম শিক্ষা ক’লে আলবৎ চাকরী হবে ।” দেবগণ দেখিলেন, এখানে কোন ফল হইবে না ; অতএব কাশী বাবুর সহিত সকলে গাত্ৰোখান করিলেন । তাহার ডাকঘরের নিকট দিয়া যাইয়া যেমন রেলওয়ে লাইনের গেটের নিকট উপস্থিত হইলেন, অমনি গেটম্যান গেট বন্ধ করিল। কারণ, এই সময় একখানি গুডস ট্রেণ রওনা হইবে বলিয়া বংশীর দ্বারা সঞ্চেত করিতেছিল । গেট বন্ধ হওয়ায় অগত্য সকলে গেটের বাহিরে দাড়াইয়া রহিলেন । কাশী বাবু কহিলেন, “দেখুলেন মহাশয় । চাকরীর বাজার কিরূপ । মুরুবিব না থাকূলে আজ কাল কিছু হবার যো নাই । বাবুরা যে উপায়ে চাকুরী হবে বলে দিলেন—ও উপায় আমিও ব’লে দিতে পারি। স্পষ্ট এখানে কিছু হবে না’ না ব’লে কেমন কৌশলে নিরাশ্বাস করা হ’ল দেখুন। মনের ভাব,—কেহ এখানে ৪ বৎসর বাস ক’রে থাকৃতে পারবে না, উহাদিগকে কৰ্ম্ম কাজ করে দিতেও হবে না । যাহা হউক, টু ফিক আফিসের এক সেজে বাবু এবং অডিট আফিসের এক ন-বাবুর সহিত আমার বিশেষ বন্ধুত্ব আছে, দেখি যদি তাহাদের দ্বারা কোন উপায় হয়।” এই সময় “ঝাৎ ঝমা, বাৎ ঝমা” শব্দে
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৩৫৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।