পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৩৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জামালপুর ২১৩ আপনাদের গুণ অব্যক্ত, অসীম, এবং অনস্ত। ইহঁার। সকলে এই সমস্ত গুণ শ্রবণেই অদ্য আলাপ করতে এসেছেন।” বাবুরা "হো হো” শব্দে হাসিতে লাগিলেন এবং একজন কহিলেন “মহাশয় । আমরা কোন গুণে গুণী নহি । এখানে কি আপনাদের কোন প্রয়োজন আছে ?” কাশী । ইহঁাদের ইচ্ছ, এই বালকটর এখানে একটু কৰ্ম্ম কাজ হয় । এই কথা শ্রবণে বাবুর “দ” হইতে “অবশু”“অবশু” শব্দের তরঙ্গ উঠিতে লাগিল । ঝিমে গলায়, মোটা গলায়, ভাঙ্গা গলায়, এবং তোতলা কথায় যেন “অবশু অবগু” শব্দের ঢেউ উঠিতে লাগিল । একজন কহিলেন “কেন ন চাকরী হবে, সকলেরই যখন হোচ্চে উহারও হবে । ২৪ বৎসর বাস৷ ক’রে থেকে কোন আফিসে কাজ কৰ্ম্ম শিক্ষা ক’লে আলবৎ চাকরী হবে ।” দেবগণ দেখিলেন, এখানে কোন ফল হইবে না ; অতএব কাশী বাবুর সহিত সকলে গাত্ৰোখান করিলেন । তাহার ডাকঘরের নিকট দিয়া যাইয়া যেমন রেলওয়ে লাইনের গেটের নিকট উপস্থিত হইলেন, অমনি গেটম্যান গেট বন্ধ করিল। কারণ, এই সময় একখানি গুডস ট্রেণ রওনা হইবে বলিয়া বংশীর দ্বারা সঞ্চেত করিতেছিল । গেট বন্ধ হওয়ায় অগত্য সকলে গেটের বাহিরে দাড়াইয়া রহিলেন । কাশী বাবু কহিলেন, “দেখুলেন মহাশয় । চাকরীর বাজার কিরূপ । মুরুবিব না থাকূলে আজ কাল কিছু হবার যো নাই । বাবুরা যে উপায়ে চাকুরী হবে বলে দিলেন—ও উপায় আমিও ব’লে দিতে পারি। স্পষ্ট এখানে কিছু হবে না’ না ব’লে কেমন কৌশলে নিরাশ্বাস করা হ’ল দেখুন। মনের ভাব,—কেহ এখানে ৪ বৎসর বাস ক’রে থাকৃতে পারবে না, উহাদিগকে কৰ্ম্ম কাজ করে দিতেও হবে না । যাহা হউক, টু ফিক আফিসের এক সেজে বাবু এবং অডিট আফিসের এক ন-বাবুর সহিত আমার বিশেষ বন্ধুত্ব আছে, দেখি যদি তাহাদের দ্বারা কোন উপায় হয়।” এই সময় “ঝাৎ ঝমা, বাৎ ঝমা” শব্দে