পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৩৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨ ૪૭ দেবগণের মর্ত্যে আগমন ভুড়িতে এমি ইংরাজী ধরণের ঘুণী মেরেছে, যে, বেদনায় বাৰু উত্থানশক্তিরহিত । অদ্য হইতে আফিস কামাই হইতেছে । নার । যেমন কৰ্ম্ম তেমনি ফল ! ইন্দ্র। ছিঃ ! ছিঃ ! একে বাল্যবিবাহ প্রচলিত—তাহার উপর দুইটা বিবাহ ! তাহার উপর আবার বেষ্ঠাসক্তি ;–উঃ ! এ সব পাপীর যে কোন নরকে স্থান হবে বলা যায় না । “আপনার অগ্রসর হউন, এই স্থানে আমার ট্রাফিক ও অডিট অফিসের দুইটা বন্ধু আছেন, তাহাদের নিকট উপ বাবুর কৰ্ম্মের জন্ত উপরোধ ক’রে আসি।” বলিয়া কাশী বাবু এক দিকে প্রস্থান করিলেন । দেবগণ এখান হইতে জামালপুর বাজারে গিয়া একযোড়া তাস কিনিয়া লইলেন এবং বাসায় যাইয় হস্ত পদ প্রক্ষালনাস্তে কয়েকজন তাস খেলিতে বসিলেন । ব্ৰহ্মা তাহাদিগকে তাস খেলিতে দেখিয়া চটিয়া আগুন হইলেন এবং যৎপরোনাস্তি ভৎসনা করিয়া কহিলেন “তোমরা তাস ফেল ; শেষে কি স্বর্গে পেরমারা খেলা ঢুকিয়ে সৰ্ব্বনাশ করবে:?” এই সময়ে কাশীনাথ বাবু প্রত্যাগমন করিয়া কহিলেন “মহাশয় । উপবাবুর কৰ্ম্মের একপ্রকার স্থির করে এলাম। কিন্তু না হ’লে বিশ্বাস নাই। ট্রাফিক আফিসে আজ একটি কাজ খালি হয়েছে, বেতন ১৫২ টাকা ; ঐ কাজে উনি বাহাল হবেন । কাজটা নসজো বাবুর অধীনে । সেজে৷ বাবুকে বলিবামাত্ৰ—কা’ল সঙ্গে ক’রে নিয়ে যেতে ব’ল্লেন ।” ইন্দ্র । মহাশয়কে যথেষ্ট কষ্ট দিচ্চি। যাহা হউক, ওর একটা বিলি ব্যবস্থা হ’লে আমরাও এখান হতে নিশ্চিন্ত হ’য়ে প্রস্থান করতে পারি। নারা । কাশীবাবু রাত্রেও কি ওয়ার্কসপে কাজ হয় ? কাশী। উহাতে কামাই নাই, অনবরত রাবণের চিতা জলচেই । নারা । ওটা দেখাবার কি ? “উহার ভিতরে প্রবেশ করতে হ’লে একখানি পাশের আবগুক ।